Sunday, August 24, 2025

জোটের তৎপরতা তুঙ্গে, উত্তরপ্রদেশে তৃণমূলকে একটি আসন ছাড়তে রাজি অখিলেশ

Date:

২৪-এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে আসন সমঝোতার কাজ জোরকদমে শুরু করে দিয়েছে বিরোধী শিবির। আর সেই লক্ষ্যে আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে তৃণমূলকে একটি আসন ছাড়তে রাজি হল সমাজবাদী পার্টি। সম্প্রতি তাদের দলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন দলের শীর্ষ নেতা অখিলেশ যাদব। তবে কোন আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লড়বেন তা এখনও চূড়ান্ত হয়নি।

সমাজবাদী পার্টির অন্যতম শীর্ষ নেতা কিরণময় নন্দ জানালেন, বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো সমাজবাদী পার্টির হয়ে উত্তরপ্রদেশে প্রচার করেছেন। গত চার দশক ধরে তাঁর রাজনৈতিক লড়াইকেও কুর্নিশ জানাই আমরা। আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম একটি আসন আমরা ছাড়ব। সেইমতো সমাজবাদী পার্টির অভ্যন্তরীণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্তের কথা ললিতেশ ত্রিপাঠীকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। ওঁরা উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন। তবে কোন আসনটি তৃণমূল কংগ্রেস চাইবে তা কথা বলে আমাদের জানাবে। কিরণময়ের কথায়, আমরা ইন্ডিয়া জোটে রয়েছি। এই পদক্ষেপের ফলে নিশ্চিতভাবেই জোটের বন্ধন আরও শক্তিশালী হবে। এটা একটা উদাহরণও তৈরি হল।

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে বদ্ধপরিকর ইন্ডিয়া জোটের কুশীলবরা। সেই লক্ষ্যে নিজেদের মধ্যে বোঝাপড়া ও আসন সমঝোতার বিষয়টি এখুনি সেরে রাখতে চান তৃণমূল কংগ্রেস-সমাজবাদী পার্টি-সহ বাকিরা। যে কারণে বারবার আসন রফার বিষয়টিতে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তা না হলে প্রচারপর্বে দেরি হয়ে যাবে। এই সুযোগ হাত ছাড়া করতে নারাজ তৃণমূল কংগ্রেস। সমাজবাদী পার্টির তরফে এই রাজনৈতিক সৌজন্যেও ইন্ডিয়া জোটের শরিক হিসেবে এই আন্তরিকতায় খুশি তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এবার আলোচনা করে সিদ্ধান্ত জানিয়ে দেবেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version