Thursday, August 21, 2025

পলিটেকনিক, আইটিআই পড়তে বিশেষ সুবিধা মেয়েদের, পথ দেখাচ্ছে রাজ্য

Date:

রাজ্যে মেয়েদের শিক্ষার প্রসারে যে ধরনের উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন অন্যান্য রাজ্য বা কেন্দ্র সরকারের কাছে তো বটেই, বিশ্বে তা এখন দৃষ্টান্ত। এবার নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে আরও একধাপ এগোতে চলেছে রাজ্য। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় (Technical Education Training and Skill Development) মেয়েদের জন্য আসন সংরক্ষণ ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য সরকার। পাশাপাশি আসন সংরক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে স্থানীয় ছাত্র ও ছাত্রী উভয়ের জন্যই।

আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সমস্ত পলিটেকনিক, আইটিআই ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে মেয়েদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষিত (seat reservation) থাকবে। সব রাজ্যের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। পাশাপাশি কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া জেলা এবং নদিয়ার কল্যাণী, হুগলির চুঁচুড়া, চন্দননগর ও শ্রীরামপুর মহকুমা ছাড়া এই দুই জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। জিটিএ এলাকাতেও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্থানীয়দের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

সম্প্রতি কারিগরি শিক্ষা দফতর ভর্তি সংক্রান্ত নতুন নীতি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন নীতিতে বলা হয়েছে, যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি হবে। তবে যেসব ক্ষেত্রে আসন সংরক্ষিত থাকছে সেখানে দু দফার কাউন্সিলিং (councilling) হয়ে যাওয়ার পরও সংরক্ষিত আসন না ভরলে সেগুলি সাধারণ আসনে পরিণত করার পথও খোলা থাকছে। নতুন নীতিতে ভর্তির কাউন্সেলিং ও নথি যাচাই করার প্রক্রিয়াও সরল করা হচ্ছে। নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে ভর্তির জন্য আবেদন ও ফি জমা দেওয়ার ব্যবস্থাও হবে।

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...
Exit mobile version