Wednesday, August 27, 2025

১) সম্প্রতি কলকাতা ডার্বিতে দল না নামানোয় আইএফএ ২ পয়েন্ট কেটে নিয়েছে মোহনবাগানের। সেইসঙ্গে ইস্টবেঙ্গলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আর সংবাদমাধ্যমে এই খবর দেখে আইএফএ-কে কড়া চিঠি দিল মোহনবাগান। কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে আইএফএ-এর কাছে।

২) আইএফএ-র কাছে ক্লাবের বকেয়া ৫৫ লক্ষ টাকা দু’সপ্তাহের মধ্যে না মেটালে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে মোহনবাগান। এই নিয়ে চিঠিতে মোহনবাগানের বক্তব্য, “আইএফএ-র কাছে আমাদের প্রাপ্য বকেয়া ৫৫ লক্ষ টাকা আগামী দু’সপ্তাহের মধ্যে মেটানোর অনুরোধ করছি। না হলে টাকা উদ্ধার করতে ক্লাব আইএফএ-র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে।

৩) ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে খেলার সময় ইঞ্জেকশন নিতে মহম্মদ শামি। এমনটাই জানালেন শামির এক প্রাক্তন সতীর্থ। এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে শামির প্রাক্তন এক সতীর্থ জানিয়েছেন, “অনেকেই হয়ত জানেন না, পুরো বিশ্বকাপে শামি ইঞ্জেকশন নিয়ে মাঠে নেমেছেন।”

৪) কঠোর হচ্ছে প্রতিবাদ। ফেডারেশনের নতুন সভাপতি হিসাবে ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং আসার পর থেকেই প্রতিবাদ চলছে কুস্তিগিরদের মধ‍্যে। সাক্ষী মালিক-বজরং পুনিয়ার পর এবার এই তালিকায় যুক্ত হলেন বিনেশ ফোগাট। তিনিও নিজের খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফিরিয়ে দিয়ে এলেন।

৫) প্রাক্তন কুস্তি কর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর বাড়ি থেকে সরানো হচ্ছে কুস্তি সংস্থার সদর দফতর। ব্রিজভূষণের বাড়িতেই ছিল সর্বভারতীয় কুস্তি সংস্থার সদর দফতর। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের নির্দেশের পরেই সেই দফতর সরিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:কঠোর হচ্ছে প্রতিবাদ, এবার বজরং-এর পথে হাটলেন বিনেশ, রাস্তায় ফেলে এলেন খেলরত্ন ও অর্জুন পুরস্কার

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version