ভিন রাজ্যে মৃত পরিযায়ী শ্রমিক, দেহ ফেরাতে লাগল ৪ দিন!

মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার সাগিয়া নতুন পাড়ার বাসিন্দা মনিরুল শেখ (Manirul Sheikh) চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। গত ২৭ ডিসেম্বর বিকেল ৪টে নাগাদ কাজ করার সময় ইলেকট্রিক শক লেগে তাঁর মৃত্যু হয়। বাড়িতে খবর আসতেই শোকের ছায়া পরিবারে। দুর্ঘটনার (Accident) কারণেই পরিযায়ী শ্রমিকের (Migrant worker’s Death) মৃত্যু বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

৩০ বছরের মনিরুল সংসারের অন্যতম প্রধান উপার্জনকারী ছিলেন। জোয়ান ছেলের এভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। তবে মৃতদেহ চেন্নাই থেকে মুর্শিদাবাদে পৌঁছতে কেন চার দিন লেগে গেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।