এক বছরে নীতীশ কুমারের সম্পত্তি বেড়েছে দ্বিগুণ, কেন জানেন?

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের স্থাবর ও অস্থাবর মিলিয়ে সম্পত্তির মূল্য ১ কোটি টাকার বেশি। বিহারের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সম্পত্তির তালিকায় যেমন আছে বাড়ি, তেমনি আছে গাড়ি ও ট্রেডমিলও।তথ্য অনুযায়ী, নগদ অর্থ হিসেবে রয়েছে ২২ হাজার ২৫২ টাকা। এছাড়াও মোট ৪৯ হাজার ২০২ টাকা রয়েছে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। নীতীশ যে ফোর্ড ইকোস্পোর্ট গাড়িটি ব্যবহার করেন, তার মূল্য হচ্ছে ১১ লাখ ৩২ হাজার টাকা। ১ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ২টি সোনার এবং একটি রুপো আংটি রয়েছে তাঁর।এখানেই শেষ নয়। ১৩টি গরু রয়েছে বিহারের মখ্যমন্ত্রীর। এছাড়া রয়েছে ১০টি বাছুর। গরুগুলির মূল্য ১লক্ষ৪৫ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও নীতীশের রয়েছে একটি ট্রেডমিল ও মাইক্রোওয়েভ ওভেনের মতো অস্থাবর সম্পদ।

ওয়েবসাইট অনুযায়ী, নীতীশ কুমারের স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে একটি ফ্ল্যাট। ২০০৪ সালে ১৩.৭৮ লাখ টাকায় কিনেছিলেন ছিলেন তিনি। ফ্ল্যাটটির বর্তমান মূল্য ১ কোটি ৪৮ কোটি টাকা। গত বছর ৭৫.৩৩ লাখ টাকার সম্পত্তির কথা ঘোষণা করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। ফ্ল্যাটের জন্যই এক বছরে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি বলে ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।শুধু নীতীশ কুমার নন, বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবেরও সম্পত্তির পরিমাণ উল্লেখ করা হয়েছে ওয়েবসাইটে। তেজস্বীর ২০২২-২৩ আর্থিক বছরে মোট ৪.৭৪ লাখ টাকা আয় দেখানো হয়েছে। উপ-মুখ্যমন্ত্রীর ভাই তেজপ্রতাপের সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে ৩.৫৮ কোটি টাকা। প্রসঙ্গত, নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০১১ সালে নির্দেশ দিয়েছিলেন, তাঁর মন্ত্রিসভার প্রত্যেক সদস্যকে বছরের শেষ দিনে তাঁদের সম্পত্তির হিসাব বাধ্যতামূলক ভাবে পেশ করতে হবে।

Previous articleসমুদ্র ফুঁসে ১.২ মিটার ঢেউ, ৭.৬ মাত্রার ভূমিকম্পে সুনামি আতঙ্কে জাপান
Next articleওয়েলিংটন জুটমিলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন