ওয়েলিংটন জুটমিলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন

দমকলের ১২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।

নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ আগুন হুগলির রিষরার ওয়েলিংটন জুট মিলে। সোমবার বিকালে পুরোদমে কাজ চলছিল জুটমিলে। সেই সময় হঠাৎ একটি মেশিনে আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে সেই আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য জায়গায়। আগুনের লেলিহান শিখা তখন গ্রাস করেছে কারখানার একটি অংশে। ধোঁয়ায় ভরে যায় গোটা জুটমিল। কর্মীরা মিল ছেড়ে বেরিয়ে আসতে থাকে।

দমকলে খবর দেওয়া হলে স্থানীয় বাসিন্দারা আগুন লাগানোর কাজে হাত লাগায়। প্রাথমিকভাবে শ্রীরামপুর এবং রিসরা থেকে চারটি অগ্নি নির্বাপক গাড়ি এসে আগুন নেভাবার কাজ শুরু করে। কারখানার সমস্ত কাঁচামাল প্রায় পুড়ে ছাই হয়ে যায়। এই কারখানায় পাট থেকে সুতো তৈরির কাজ হয়। পশ্চিমবঙ্গের প্রাচীনতম পাটকলগুলির মধ্যে অন্যতম ওয়েলিংটন জুটমিল। মূল কারখানাটি বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। একটি ডিপার্টমেন্টে কিছুটা কাজ চলছে। সেখানে প্রায় এক হাজার মতন কর্মী কাজ করেন। নতুন বছরের প্রথম দিনে এই ভয়াবহ আগুনের ফলে বিপদের মধ্যে পড়ল এখানকার কর্মীরা। আপাতত ১২টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।

Previous articleএক বছরে নীতীশ কুমারের সম্পত্তি বেড়েছে দ্বিগুণ, কেন জানেন?
Next articleসিধু মুসেওয়ালা খুনে খালিস্তানি গোল্ডি ব্রারকে জঙ্গি তকমা দিল ভারত