Monday, August 25, 2025

 ফের মণিপুরে হিংসার বলি ৪, জঙ্গি হামলায় আহত ৪ পুলিশ কর্মী সহ ১ জওয়ান

Date:

ফের মণিপুরে হিংসার ঘটনা। নতুন বছরেই রক্তাক্ত হল মণিপুর। সোমবার বিকেলে উপত্যকায় থৌবল জেলায় গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হয়েছে চার জনের। আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঠেকাতে মণিপুর সরকার রাজধানীতে ইম্ফল সহ উপত্যকার পাঁচ জেলায় কার্ফু জারি করেছে। থৌবল ছাড়াও তালিকায় রয়েছে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর এবং ককচিং।গুরুতর আহত হয়েছেন আরও ৪। হিংসার জেরে ফের কারফিউ শুরু করছে মণিপুর প্রশাসন। এরপর আজ, মঙ্গলবার মণিপুরের মোরেহ শহরে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের অতর্কিত হামলায় ৪ পুলিশ কমান্ডো এবং এক বিএসএফ জওয়ান আহত হয়েছেন।

পয়লা জানুয়ারি বিকেলে থৌবালের লিলং এলাকায় শুরু হয় গোষ্ঠী সংঘর্ষ। ইম্ফল থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত লিলং। সেখানেই চলে গুলির লড়াই। জানা গিয়েছে, সেনার পোশাক পরে কমপক্ষে ২৫ জন জঙ্গি হাজির হয় গ্রামের একটি বাড়িতে। দাবি করে বিপুল অঙ্কের টাকা। প্রতিবাদ করলে ওই বাড়ির এক সদস্যকে গুলি করে জঙ্গিরা। তখনই গ্রামবাসীরা জড়ো হয়ে প্রতিবাদ করেন। তারপর তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। আহত হয়েছেন আরও চারজন, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলে গ্রামবাসীদের মৃত্যুর খবর পেলেও সেখানে পৌঁছতে পারেনি পুলিশ। কারণ সেই সময় গ্রামের প্রবেশপথ আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, জঙ্গিদের ঘিরে রেখেছেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছে জঙ্গিদের চিহ্নিত করবেন পুলিশ আধিকারিকরা। তারপরে এই ঘটনা নিয়ে সরকারিভাবে বিবৃতি দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে।

থৌবাল, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, কাকচিং এবং বিষ্ণুপুর জেলায় কারফিউ জারি করেছে মণিপুর প্রশাসন৷ ২০২৩ সালের মে মাস থেকে গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ হয়েছিল এই রাজ্য৷ সংঘর্ষে অন্তত ২০০ জনের মৃত্যু হয়৷ গৃহহীন হয় ৬০ হাজার মানুষ৷

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...
Exit mobile version