বগটুইকাণ্ডে মৃত্যু হল অভিযুক্ত ছোট লালনের। ভাদু শেখ খুনে জড়িত থাকার অভিযোগে সিবিআই গ্রেফতার করেছিল কামরুল শেখ ওরফে ছোট লালনকে। জানা গিয়েছে, জেল হেফাজতে থাকাকালীনই ক্যানসারে আক্রান্ত ছিল সে।শেষ পর্যন্ত রোগভোগের পর মারা গেল লালন। বাড়িতেই মৃত্যু হয়েছে তার। প্রসঙ্গত, এর আগে বগটুই কাণ্ডে আরেক অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়েছিল।
২০২২ সালের ২১ মার্চ সন্ধ্যায় বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখকে বোমা মেরে এবং গুলি করে খুন করা হয়। তার পর হিংসা ছড়িয়েছিল বগটুইয়ে। একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।মৃত্যু হয় ১০ জনের। সেই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই।