Thursday, August 21, 2025

সাংবাদিক সম্মেলন চলাকালীন দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের সর্বোচ্চ নেতা লি জায়ে মায়েউংকে (Lee Jae-myung) ছুরির কোপ এক প্রৌঢ়ের। ঘটনাস্থলেই আততায়ীকে ধরে ফেলে পুলিশ। তবে কী উদ্দেশ্যে তিনি এই হামলা চালান তা এখনও স্পষ্ট নয়। লি-কে দ্রুত সিওল ন্যাশানাল ইউনিভার্সিটি হাসপাতালে (Seoul National University Hospital) ভর্তি করা হয়।

মঙ্গলবার সকালে বুসান শহরে একটি সাংবাদিক সম্মেলন করছিলেন। সেই সময় সমর্থকদের মধ্যে থেকে বছর ষাটের এক প্রৌঢ় অটোগ্রাফ চাওয়ার জন্য এগিয়ে যান। এবং সেই সময়েই লি-এর বাম ঘাড়ে ছুরি বসিয়ে দেন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন লি। সেখান থেকে তাঁকে এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারদের অনুমান মস্তিষ্ক থেকে হৃৎপিণ্ডে রক্ত সংবহনকারী জুগুলার শিরা (jugular vein) ক্ষতিগ্রস্থ হয়ে থাকতে পারে লি-এর।

তবে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক নেতাদের ওপর অস্ত্র নিয়ে হামলার ঘটনা নতুন নয়। লি-এর ডেমোক্রেটিক পার্টির (Democratic Party) পূর্ববর্তী নেতাকেও একইভাবে জনসমাবেশে মাথায় আঘাত করা হয়েছিল ২০২২ সালে। রাষ্ট্রপতি পদপ্রার্থী কনসার্ভেটিভ পার্টির পার্ক গিউং হাই-কেও মুখে ছুরির আঘাত করা হয়েছিল ২০০৬ সালে। তবে লি-এর ওপর আক্রমণের নেপথ্যে তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগের বিষয়গুলি থাকতে পারে।

২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে লি মাত্র ০.৭৩ শতাংশ ভোটে পরাজিত হন। এত কম ব্যবধানে পরাজয় দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম। আগামী নির্বাচনেও তাঁর দাঁড়ানোর কথা রয়েছে। তবে তার আগেই সিওংনাম শহরে বেআইনি জমি হস্তান্তর সংক্রান্ত মামলায় জড়িয়ে পড়েন। যদিও দুর্নীতি বা মামলাকে দূরে সরিয়ে রেখে এই ঘটনায় বিরোধী নেতার পাশে দাঁড়িয়েছেন রাষ্ট্রপতি ইউন সুক ইওল (Yoon Suk Yeol)। ঘটনার নিন্দা করে লি-এর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version