Sunday, August 24, 2025

গণধর্ষণে আইটি সেলের কর্মী যুক্ত বলেই মুখে কুলুপ, বিজেপিকে তোপ শশী পাঁজার

Date:

বিজেপি নেতাদের ঘনিষ্ঠরাই অপরাধী।বারাণসীর আইআইটি-বিএইচই শ্লীলতাহানি কাণ্ডের সঙ্গে যুক্ত যে তিনজনকে ঘটনার প্রায় দু মাস পর গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন বারাণসীতে বিজেপির ‘আইটি সেল’-এর সদস্য। এই বিষয়ে বিজেপি চুপ কেন, প্রশ্ন তুলল মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী শশী পাঁজা বলেন, ২ নভেম্বরের এই ঘটনা অত্যন্ত গুরুতর। যে মেয়েটির উপর অত্যাচার হয়েছে, সেই মেয়েটি সেখানে পড়াশোনা করতো। মেয়েটি কালপ্রিটদের নাম বলে দিয়েছিল। তারপরও তাদের ধরতে দু’মাস সময় লাগলো। আর ধরা পড়ার পর জানা গেল, যারা এই কুকীর্তিটি ঘটিয়েছেন তারা বিজেপির আইটি সেলের সঙ্গে যুক্ত।
এদিন তিনি অভিযোগ করেন,উত্তরপ্রদেশ মহিলাদের ওপর নির্যাতনের প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে। এত বড় একটা ঘটনা ঘটার পরও বিজেপি মুখে কুলু এঁটেছে।অমিত-মালব্য তো বিজেপি আইটি সেলের দায়িত্বে আছেন। তিনি সুযোগ পেলেই তো তৃণমূল কংগ্রেস ও বিরোধীদের সম্পর্কে বলতে থাকেন, টুইট করেন। এখন নিজের দলের কর্মীরা ধরা পড়ার পর তিনি চুপ কেন? প্রশ্ন শশী পাঁজার।
তিনি অভিযোগ করেন, বেনারস হিন্দু ইউনিভার্সিটি কাশীতেও রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী সেখানকার সাংসদ। তবুও মহিলাদের উপর এই অত্যাচারের কথা নিয়ে বিজেপি একটি কথাও বলবে না। কোনরকম পদক্ষেপ না নেওয়ায় ভুলবার্তা যাচ্ছে মানুষের কাছে। উত্তরপ্রদেশে বারবার এমন ঘটনা ঘটছে অথচ বিজেপির এই বিষয়ে কোনও উচ্চবাচ্য নেই।
এরই পাশাপাশি এদিন মন্ত্রী অভিযোগ করেন,অদ্ভূতভাবে জাতীয় মহিলা কমিশনও এই বিষয়টি নিয়ে নীরব। যেহেতু বিজেপি কর্মীরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাই তারা স্বতঃস্ফূর্ত হয়ে আর এগিয়ে আসেন না। অথচ পান থেকে চুন খসলেই, এ রাজ্যে তো বটেই অন্য জায়গায় ছুটে যান।

Related articles

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...
Exit mobile version