প্রধান শিক্ষক অসুস্থ, তাই নতুন শিক্ষাবর্ষের প্রথমদিন তিনি স্কুলে এলেন না। অথচ স্কুলে তিনি অনুপস্থিতও হলেন না! কী করে হবেন। তাঁর হয়ে প্রক্সি দিলেন তো তাঁরই মেয়ে। তবে অসুস্থ শিক্ষকের আসল রহস্য ফাঁস হল গ্রামের লোকের তোলা ভিডিওতে, যেখানে দেখা গেল সাতদিন আগে মঞ্চে ‘চমৎকার’ নাচলেন তিনি। বেনিয়মের এই ঘটনা সামনে আসতেই পদক্ষেপ জেলা শিক্ষা দফতরের।
মঙ্গলবার নতুন শিক্ষাবর্ষের প্রথমদিন হাওড়ার শ্যামপুরের বিনোদচক তপশিলি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ হল প্রধানশিক্ষকের অনুপস্থিতিতেই। দ্বায়িত্বে প্রধানশিক্ষক চন্দন দে-র মেয়ে রিয়া দে। কেন বাবার হয়ে প্রক্সি, প্রশ্ন করতেই তেড়ে গেলেন রিয়া। কোন অন্যায়ই করেননি এমন ভাব নিয়ে জানালেন তাঁর বাবা অসুস্থ। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই না কি তিনি স্কুল সামলাচ্ছিলেন।
যদিও প্রধানশিক্ষক অসুস্থ এমন কোনও তথ্য নেই বলেই জানায় জেলা প্রাথমিক শিক্ষা দফতর। প্রধান শিক্ষকের মেয়ের স্কুল চালানোর বিষয়টিও তদন্ত করে দেখার কথা জানানো হয়।