Monday, August 25, 2025

ফের চিংড়িহাটা উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষা! যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনা KMDA-র

Date:

ফের চিংড়িহাটা উড়ালপুলের (Chingrihata Flyover) স্বাস্থ্য পরীক্ষার (Health Checkup) সিদ্ধান্ত নিল কেএমডিএ (KMDA)। জানা গিয়েছে, শীঘ্রই এই উড়ালপুলের ‘হেলথ মনিটরিং’ চালু হতে চলেছে। সম্প্রতি রাজ্যের সমস্ত উড়ালপুলগুলির হেলথ চেক আপের সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। সেই সময়ই সিদ্ধান্ত নেওয়া হয় কেএমডিএ-র আওতায় থাকা এই সেতুটির স্বাস্থ্য পরীক্ষাও করা হবে। এর আগে ২০১৯ সালে স্বাস্থ্য পরীক্ষার পর চিংড়িহাটা উড়ালপুল নিয়ে রিপোর্ট কিছুটা সমস্যা ধরা পড়ে। আর তারপরই সেতু পরীক্ষায় নিযুক্ত বিশেষজ্ঞ সংস্থা নিজেদের রিপোর্টে পাঁচ বছরের মধ্যে চিংড়িঘাটা উড়ালপুল ভেঙে ফেলে নতুন ভাবে তৈরি করার পরামর্শ দেয়। তবে প্রশাসনিক সূত্রে খবর আর্থিক সমস্যার কারণে প্রস্তাবিত উড়ালপুল তৈরির কাজ করা যাচ্ছে না। এমতাবস্থায় দ্বিতীয়বারের জন্য চিংড়িঘাটা ব্রিজের স্বাস্থ্যপরীক্ষার সিদ্ধান্ত হয়েছে।

কিন্তু, এখন কেমন অবস্থায় রয়েছে চিংড়িহাটা উড়ালপুল তা নিয়ে বিস্তারিত তথ্য জানার জন্য নতুন করে এই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন এই উড়ালপুলের উপর দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে। ফলে প্রতিদিন কতটা গাড়ির ভার নিতে সক্ষম হবে এই উড়ালপুল? তা নিয়ে ওঠে একাধিক প্রশ্ন। এবার এই স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে সেই বিষয়টিই খতিয়ে দেখা হতে চলেছে। জানা গিয়েছে, এই উড়ালপুলে একটি কম্পন যন্ত্র বসানো হতে চলেছে। যা পরিমাপ করে জানাবে যে সেতুর উপর গাড়ি যাওয়ার সময় প্রতি সময়ে কতটা কম্পন অনুভূত হয়। এর জেরে কী কী সমস্যা হতে পারে? সেই প্রশ্নের উত্তরও পাওয়া যাবে স্বাস্থ্য পরীক্ষায়, জানা গিয়েছে এমনটাই।

কেএমডিএ সূত্রে খবর, বর্তমানে চিংড়িহাটা উড়ালপুলের স্বাস্থ্যের উপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। কোনওরকম সমস্যা দেখা দিলেই তৎক্ষনাৎ সেই বিষয়ে পদক্ষেপ করা হবে। নতুন স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সামনে আসার পর চিংড়িহাটা উড়ালপুলের স্বাস্থ্য নিয়ে বর্তমান অবস্থার কথা জানা সম্ভব হবে।

 

 

 

 

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...
Exit mobile version