Monday, August 25, 2025

‘মিষ্টি মুখে’ বছর শুরু, কল্যাণকে জন্মদিনের শুভেচ্ছা-সস্ত্রীক আমন্ত্রণ ধনকড়ের

Date:

গত বছর শেষের দিকে মাসের হিসেবে এখনও একমাস হয়নি। বেনজিরভাবে বিরোধী সাংসদের সাসপেন্ড করার প্রতিবাদে সংসদ ভবনে সামনে মক পার্লামেন্ট বসানো হয়। তা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তীব্র সংঘাত বাঁধে রাজ্যসভার চেয়ারম্যানের। তবে, ক্যালেন্ডার বদলতেই বদলালো তিক্ততার ছবি। তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) জন্মদিনে তাঁকে ফোন করে শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। নিজের এক্স হ্যান্ডেলে সেকথা লেখেন শ্রীরামপুরের সাংসদ। জানিয়েছেন, তাঁর স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল ধনকড়।

শীতকালীন অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা থেকে বিরোধীদলের ১৪৩ সাংসদকে সাসপেন্ড (Suspend) করা হয়। এই ঘটনার প্রতিবাদে এদিন সকা সংসদের সিঁড়িতে ধর্না-অবস্থান করেন বিরোধী সাংসদরা। রীতিমতো মক পার্লামেন্ট বসানো হয়। ধর্নায় সাংসদের উপস্থিতিতে কটাক্ষ করে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেশ কিছু অঙ্গভঙ্গি করেন যার পুরোটাই ভিডিও রেকর্ড করেন রাহুল গান্ধী। তাঁকে দেখে হেসে গড়িয়ে পড়েন অন্যান্য বিরোধীদলের সাংসদরা। কল্যাণের(Kalyan Banerjee) অঙ্গভঙ্গি দেখে অনেকেরই দাবি, তিনি রাজ্যসভার চেয়ারম্যানের শরীরী ভাষা নকল করছিলেন। বিষয়টি নিয়ে বেজায় চটে যান ধনকড়। “এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সব কিছুর একটা লিমিট থাকা উচিত। একজন সিনিয়র সাংসদ মিমিক্রি করছেন এবং অপর একজন সেটির ভিডিও করছেন, এটি দুর্ভাগ্যজনক।“ পাল্টা কল্যাণ বলেন, মিমিক্রি একটা শিল্প। অতীতে সংসদের মধ্যে প্রধানমন্ত্রীও মিমিক্রি করেছেন। তার জন্য কি তিনি ক্ষমা চাইবেন? প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। পরে অবশ্য কল্যাণ বলেন, কারও ভাবাবেগে আঘাত করার জন্য তিনি কিছু করেননি। ধনকড় রাজ্যসভার চেয়ারম্যান। তিনিও কল্যাণের মতোই আইনজীবী ছিলেন। ‘‘আমি ওঁকে শ্রদ্ধা করি।’’

যদিও বছর ঘুরতে সেই তিক্ততা মুছে গেল। কল্যাণকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ধনকড়। শুধু তাই নয়, নিজের বাড়িতে নৈশভোজের আমন্ত্রণও জানিয়েছেন। কথা বলেছেন তাঁর স্ত্রীর সঙ্গেও। শুভেচ্ছার জন্য পাল্টা ধন্যবাদও জানিয়েছেন তৃণমূল সাংসদ। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘আমার জন্মদিন উষ্ণ শুভেচ্ছা জানানোর জন্য উপরাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। তিনি ব্যক্তিগত ভাবে ফোন করে আমার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন, তাতে আমি আপ্লুত। আমার পুরো পরিবারকে তাঁর আশীর্বাদ জানিয়েছেন।’’ ধনকড় যে তাঁকে সস্ত্রীক নৈশভোজের জন্য নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন সে কথাও জানান কল্যাণ।


Related articles

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...
Exit mobile version