Friday, January 9, 2026

৪৮ ঘণ্টা পেরলেও মেলেনি দে.হ! মডেল দিব্যার বিরুদ্ধে বি.স্ফোরক অ.ভিযুক্ত হোটেল মালিক

Date:

Share post:

গুরুগ্রামের (Gurugram) সিটি পয়েন্ট হোটেলে (City Point Hotel) খুন (Murder) বছর ২৭-এর মডেল (Model) দিব্যা পাহুজা (Divya Pahuja)। পাঞ্জাবি এই মডেলকে খুনের অভিযোগ, হোটেল মালিক অভিজিৎ সিংয়ের(Abhijit Singh) বিরুদ্ধে। এদিকে পুলিশ সূত্রে খবর, দিব্যার মৃতদেহ পাচারের জন্য সহযোগীদের ১০ লাখ টাকা দেয় অভিজিৎ। ইতিমধ্যে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে সেক্টর ১৪ থানার পুলিশ। তবে খুনের পর দীর্ঘ ৪৮ ঘণ্টা কেটে গেলেও মডেল দিব্যার দেহ এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। আর তা নিয়েই রহস্য আরও দানা বাঁধছে। এদিকে পুলিশ সূত্রে খবর, শুধু দিব্যার দেহই নয়, হদিশ মিলছে না তাঁর মোবাইল ফোনেরও।

তবে এখানেই শেষ নয়, হরিয়ানা পুলিশ আরও জানিয়েছে খুনের পর যে গাড়ি করে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িরও কোনও হদিশ এখনও পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অভিযুক্তরা দিব্যার দেহ পাঞ্জাবের ঘর্ঘরা নদীতে ভাসিয়ে দিয়েছে। তবে যে রাস্তা দিয়ে দিব্যার দেহ নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ সেই সব রাস্তার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে খতিয়ে দেখার কাজ শুরু করেছে। এদিকে পুলিশ সূত্রে খবর, সন্দীপ গাদোলি নামক এক গ্যাংস্টারের ভুয়ো এনকাউন্টার মামলায় বিগত ৭ বছর ধরে জেলে ছিল দিব্যা। ২০১৬ সালে গ্যাংস্টার সন্দীপ গাদোলির ভুয়ো এনকাউন্টার মামলায় অন্যতম অভিযুক্ত ছিল এই মডেল। এই দিব্যা নাকি মধুচক্রে ফাঁসিয়ে নিজের গ্যাংস্টার বয়ফ্রেন্ডের ভুয়ো এনকাউন্টার করিয়েছিল। সেই মামলায় গ্রেফতারও হয়েছিল দিব্যা। তবে আপাতত জামিনে মুক্ত ছিল সে। আর তার মধ্যেই গত মঙ্গলবার রাতে গুরুগ্রামের একটি হোটেলে খুন মডেল দিব্যা।

 

পুলিশ সূত্রে খবর, জেরায় হোটেল মালিক অভিজিৎ দাবি করেছেন, দিব্যার মোবাইলে তাঁর অনেক অশ্লীল ছবি ছিল। সেই ছবি দেখিয়ে বার বার ব্ল্যাকমেল করতেন দিব্যা। তাঁর কাছে মোবাইলের পাসওয়ার্ডও চেয়েছিলেন অভিজিৎ। কিন্তু সেই পাসওয়ার্ড না দেওয়ায় দিব্যাকে গুলি করে খুন করেছেন। পাশাপাশি অভিজিৎ পুলিশের কাছে আরও দাবি করে, দিব্যার দেহ লোপাটের জন্য দুই সঙ্গীকে ১০ লক্ষ টাকা দিয়েছিল সে। কিন্তু কোথায় সেই দেহ লোপাট করা হয়েছে, সেই তথ্য এখনও বার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় অভিজিৎ ছাড়াও তাঁর হোটেলের দুই কর্মী ওম প্রকাশ এবং হেমরাজকেও গ্রেফতার করা হয়েছে।

 

 

 

 

spot_img

Related articles

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে...

বাস্তব থেকে একেবারে বিচ্ছিন্ন আপনি! শর্মিলাকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

এবার পথকুকুর মামলায় শর্মিলা ঠাকুরকে কড়া ভাষায় ভর্ৎসনা করলো দেশের শীর্ষ আদালত (Supreme Court)। বুধবার থেকে বিচারপতি বিক্রম...

জগন্নাথ টু শুভেন্দু টু অমিত শাহ! পেনড্রাইভ ফাঁস করে দেব, দলের সম্পত্তি নষ্ট হলে প্রতিবাদ হবেই: হুঁশিয়ারি মমতার

আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় হানার বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ মিছিল করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার,...