Sunday, November 16, 2025

হরিয়ানায় কংগ্রেস বিধায়কের বাড়িতে ED তল্লাশি, উদ্ধার কয়েক কোটি টাকা ও অস্ত্র

Date:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশি অভিযানে হরিয়ানায় এক কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন আইএনএলডি বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা ও অস্ত্র। ইডি সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে চলা এই তল্লাশিতে নগদ ৫ কোটি টাকা, ১০০ বোতল মদ এবং ৩০০ বুলেট উদ্ধার হয়েছে। হরিয়ানার সোনিপাতের কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ার, যিনি এক খনি ব্যবসায়ীও, তাঁর বাড়িতে পৌঁছয় ইডি। তল্লাশি চালানো হয় তাঁর সঙ্গীদের বাড়ি, অফিস ও অন্যত্রও। তাঁর পরিবার ও কর্মীদের ফোন বাজেয়াপ্ত করা হয়। এরপর তল্লাশি চলে যমুনানগরের প্রাক্তন বিধায়ক দিলবাগ সিংয়ের বাড়িতেও। সব মিলিয়ে মোট ২০ জায়গায় চলে তল্লাশি অভিযান।

ইডির তরফে জানা গিয়েছে, হরিয়ানার যমুনানগর, সোনিপাত, মোহিলা, ফরিদাবাদ, চণ্ডীগড়, কার্নাল-সহ ২০টি স্থানে চলা এই তল্লাশিতে পাওয়া গিয়েছে নগদ অর্থ ও মদ। সেই সঙ্গেই প্রচুর কার্তুজ এবং ৪ থেকে ৫ কেজি সোনার বিস্কুটও উদ্ধার করা হয়েছে। গত বছরের শেষে, ডিসেম্বরে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়ি, একাধিক সংস্থা ও দপ্তরে তল্লাশি চালিয়েছিল ইডি। উদ্ধার হয়েছিল সাড়ে তিনশো কোটিরও বেশি টাকা। সেই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। আর এবার ফের হরিয়ানা থেকে টাকা উদ্ধারের ঘটনা সামনে এল। এদিকে একই ভাবে মহারাষ্ট্রেও সক্রিয় হয়েছে ইডি। শুক্রবারই এনসিপি প্রধান শরদ পওয়ারের নাতি বিধায়ক রোহিত রাজেন্দ্র পওয়ারের মালিকানাধীন সংস্থার কয়েকটি দপ্তরে তল্লাশি চালিয়েছে ইডি।

Related articles

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...
Exit mobile version