Thursday, December 18, 2025

অনুমতি ছাড়া ধর্মতলা ঢুকলে ‘বাতিল’ বাস-পারমিট, নির্দেশ আদালতের

Date:

Share post:

কলকাতা শহরের কেন্দ্রবিন্দু এসপ্লানেড সেন্ট্রাল বাস টার্মিনাস (Esplanade-Central Bus Terminus) এলাকায় বিভিন্ন জেলা ও শহরতলি থেকে যে সব বাস আসে তাদের সঠিক পারমিট না থাকলে এবার সেই বাসের পারমিট পুরোপুরি বাতিল (cancellation) করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রীতিমত মাঠে নেমে বাসের পারমিট পরীক্ষা করার নির্দেশ দেওয়া হল রাজ্য পরিবহন দফতর ও কলকাতা পুলিশকে।

পুরোনো একটি মামলার প্রেক্ষিতে রাজ্য সরকার আগেই ধর্মতলা বাসস্ট্যান্ডে বাস ঢোকার ওপর শর্ত লাগু করে। জেলা বা শহরতলি থেকে ধর্মতলা বাসস্ট্যান্ডে বাস এনে শহিদ মিনারের পাদদেশ থেকে ছাড়ার ক্ষেত্রে থাকতে হবে রাজ্য পরিবহন দফতরের (state transport department) নির্দিষ্ট পারমিট। এমনকি ২০০৪ সালের পর থেকে নতুন করে পারমিট দেওয়া বন্ধও করে দেওয়া হয়। পারমিট না থাকলে কলকাতা পুলিশের সহযোগিতায় জরিমানা আদায়ের প্রক্রিয়াও চালু রয়েছে। তারপরেও শহরের মধ্যমণি এই বাসস্ট্যান্ডে প্রতিনিয়ত এমন বহু বাস আসছে যাদের এই বাসস্ট্যান্ডে আসার অনুমতি নেই।

এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সরকারের জরিমানা আদায়ের পরও বন্ধ করা যাচ্ছে না বাসমালিকদের বেআইনি কার্যকলাপ। ফলে আরও কড়া নির্দেশ আদালতের। সেক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়, পরিবহন দফতরের একটি প্রতিনিধি দল এই এলাকায় প্রতিটি বাসে তদন্তে নামবে। সঠিক পারমিট না থাকলে প্রথমে গাড়িটিকে আটক (detained) করা হবে। যে গাড়ি আগেও পারমিট না থাকার কারণে জরিমানা দিয়েছে বলে দেখা যাবে, সেই গাড়িকে প্রথমে শোকজ (show-cause) নোটিশ ধরানো হবে। এবং তারপর পারমিট বাতিল করার নির্দেশ দেয় হাইকোর্ট। এই গোটা প্রক্রিয়ায় পরিবহন দফতরকে সহযোগিতা করবে কলকাতা পুলিশ।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...