বাড়বে তাপমাত্রা, আজ ও কাল বৃষ্টি ভিজবে বঙ্গ!

আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি আর উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা।

আবহাওয়ার ভোলবদল বোধহয় একেই বলে। দিন তিনেক আগেও ঠান্ডার কামড় সহ্য করা যাচ্ছিল না। কিন্তু নতুন বছরের প্রথম উইকেন্ডে তাপমাত্রা বাড়তে চলেছে। এমনিতেই পৌষ সংক্রান্তি পর্যন্ত শীতের আমেজ বজায় থাকে। কিন্তু এবার শুরু থেকেই নভেম্বরের শুরু থেকেই ঠান্ডা টুইস্ট দেখছে দক্ষিণবঙ্গ। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি আর উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

২০২৪ এর প্রথম উইকেন্ডে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সামান্য হলেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। পশ্চিমের জেলাগুলির পাশাপাশি বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং-সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।১০ জানুয়ারি থেকে ফের নতুন করে জাঁকিয়ে শীতের স্পেল শুরু হবে।

Previous articleফের ট্রেন বাতিল! ভোগান্তিতে শিয়ালদহ শাখার যাত্রীরা
Next articleগ্রামবাসীদের তাড়া খেয়ে সন্দেশখালিতে পিছু হটল ED!