ফের ট্রেন বাতিল! ভোগান্তিতে শিয়ালদহ শাখার যাত্রীরা

নতুন বছরের প্রথম উইকেন্ডেই একগুচ্ছ ট্রেন বাতিলের (Train Cancel) খবর। রেল সূত্রে জানা যাচ্ছে আগামী শনিবার ও রবিবার ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ চলবে নৈহাটি স্টেশনে (Naihati Station)। অতএব যাত্রী দুর্ভোগের আশঙ্কা প্রবল হতে চলেছে।

বৃহস্পতিবার রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, আগামী ৬ ও ৭ তারিখ শিয়ালদহ, নৈহাটি, কল্যাণী সীমান্ত থেকে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার ৩৭৫৫৭ আপ নৈহাটি–ব্যান্ডেল, ডাউন ৩৭৫৫৮ ব্যান্ডেল নৈহাটি লোকাল বাতিল থাকছে। শনিবার আপ ১৩১৫৩ শিয়ালদহ – মালদা টাউন গৌর এক্সপ্রেস এবং ১৩১৮৯ শিয়ালদহ – বালুরঘাট এক্সপ্রেস ঘুরপথে চলবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

৬ জানুয়ারি বাতিল ট্রেনের তালিকায় থাকছে

শিয়ালদহ – শান্তিপুর: আপ ৩১৫৪১/ ডাউন ৩১৫৪০

শিয়ালদহ – রানাঘাট: আপ ৩১৬৩১/ ডাউন ৩১৬৩৬

কল্যাণী সীমান্ত – নৈহাটি: ডাউন ৩১১৯২

৭ তারিখ বাতিল ট্রেনের তালিকা 

নৈহাটি – ব্যান্ডেল: আপ ৩৭৫২১, ৩৭৫২৩, ৩৭৫২৫/ ডাউন ৩৭৫২২, ৩৭৫২৪ এবং ৩৭৫২৬

শিয়ালদহ – কৃষ্ণনগর: আপ ৩১৮১১/ ডাউন ৩১৮১২

শিয়ালদহ – শান্তিপুর: আপ ৩১৫১১/ ডাউন ৩১৫১৪

শিয়ালদহ – রানাঘাট: আপ ৩১৬১১/ ডাউন ৩১৬১৪

Previous articleToday’s market price : আজকের বাজার দর
Next articleবাড়বে তাপমাত্রা, আজ ও কাল বৃষ্টি ভিজবে বঙ্গ!