Sunday, August 24, 2025

মৃত আরশোলার জন্য শ্রদ্ধা! মন্দিরে আয়োজন পুজোর

Date:

Share post:

পৃথিবীতে মানুষের সংখ্যা যত বাড়ছে তত দখল হয়ে যাচ্ছে প্রকৃতি, পশুপাখি আর কীটপতঙ্গের জায়গা। নির্বিচারে প্রাণী হত্যা করেই জায়গা দখল করতে হচ্ছে মানুষকে। কিন্তু তখন কারো মনে পড়ে না উত্তম কুমার-সুপ্রিয়া দেবী অভিনীত ‘চিরদিনের’ ছায়াছবির সেই বিখ্যাত গান – ‘মানুষ খুন হলে পরে, মানুষই তার বিচার করে/ নেই তো খুনের মাফ… তবে কেন পায় না বিচার নিহত গোলাপ’ আসলে মানুষের বেঁচে থাকাটাই যেন দস্তুর। তবে জাপানের একটি সংস্থা আছে যারা মনে করে সত্যিই মানুষের প্রয়োজনে নিহত কীট-পতঙ্গের অন্তত শ্রদ্ধাটুকু প্রাপ্য।

জাপানের বিখ্যাত কীটনাশক (pesticide) কোম্পনি আর্থ কর্পোরেশন (Earth Corporation) প্রতি বছর তাঁদের পরীক্ষা নিরিক্ষার জন্য নিয়ম করে প্রাণিহত্যা করে। যে কোনও নতুন কীটনাশক বা কীটনাশকের কোনও নতুন উপাদান আবিষ্কার করলে তা প্রয়োগ করা হয় প্রথমে গবেষনাগারে (laboratory) রাখা কীটের ওপর প্রয়োগ করা হয়। প্রয়োগের ফলাফল দেখে সেটা পৃথিবীতে বিভিন্ন জলবায়ু বা আবহাওয়ায় কীভাবে ব্যবহার করলে মানুষের কতটা কাজে লাগবে তা নির্ণয় করা হয়। সেই উদ্দেশে এই সংস্থার গবেশনাগারে ১০ লক্ষ আরশোলার (cockraoch) চাষ হয়। প্রতিবছরই প্রায় এই পুরো পরিমাণ আরশোলা গবেষনার কারণে মারাও যায়।

মানুষের প্রয়োজন মেটাতে গিয়ে প্রতিবছর প্রতিনিয়ত কোনও প্রাণীকে এভাবে হত্যা করায় খুবই আঘাত পান সংস্থার কর্ণধাররা। কিন্তু এই মৃত্যুও সভ্যতার ভারসাম্য রাখতে অবধারিত (obvious)। তাই মৃত আরশোলার আত্মার প্রতি শ্রদ্ধা (honour) জানানোর সিদ্ধান্ত নেন তাঁরা। আকো (Ako City) শহরের মাইওদোজি (Myodoji) মন্দিরে প্রতি বছর এই উদ্দেশে বিশেষ পুজোর আয়োজন করা হয় প্রতি বছর। যোগ দেন সংস্থার কর্মী ও তাঁদের পরিবারের মানুষজন। গত ৪০ বছর ধরে এভাবেই মানুষের কৃতকর্মের কিছু প্রায়শ্চিত্ত করার চেষ্টায় জাপানি সংস্থা।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...