Monday, August 25, 2025

সন্দেশখালির ঘটনায় ইডির বিরুদ্ধে FIR পুলিশের, পাল্টা ডিজি- এসপির কাছে ইমেলে অভিযোগ ইডির!

Date:

Share post:

সন্দেশখালির ঘটনা (Sandeshkhali Incident) ঘিরে নয়া মোড়। এবার। ED-র বিরুদ্ধে FIR করলো পুলিশ। সূত্রের খবর তৃণমূল নেতা শাহজাহানের শেখের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মামলা রুজু করেছে ন্যাজাট থানার পুলিশ। ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে অযাচিতভাবে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন ED-র অফিসাররা। তার বিরুদ্ধেই এবার অভিযোগ দায়ের হল। পাল্টা ডিজি- এসপির কাছে হামলার ফুটেজ পাঠিয়ে ইমেলে অভিযোগ করেছে ইডি।

বৃহস্পতিবার সাত সকালে শাহজাহান শেখের বাড়িতে ED আধিকারিকরা পৌঁছে যান। কাউকে আগে থেকে কিছু না জানিয়ে তাঁরা সেখানে পৌঁছে শাহজাহানের বাড়ির তালা ভাঙতে শুরু করলে ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। পরিস্থিতি রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিক এবং সেন্ট্রাল ফোর্সের সশস্ত্র সেনা কার্যত পালিয়ে যেতে বাধ্য হন। এরপর রাজনৈতিক টানাপোড়েন চলে দিনভর। রাতে আবার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেফতার করে ইডি। সারাদিন ধরে তল্লাশি করার পর মধ্যরাতে নাটকে ফের উত্তেজনা ছড়ায় এলাকায়।গতকাল রাতে রাজ্য পুলিশের DG রাজীব কুমার ও বসিরহাট পুলিশ জেলার SP জোবি থমাসের কাছে email এর মাধ্যমে অভিযোগ জানায় কেন্দ্রীয় এজেন্সি। তাঁরা দাবি করেছেন যে কোর্ট ওয়ারেন্ট নিয়েই রেশন মামলায় তদন্তে সন্দেশখালিতে গিয়েছিলেন তাঁরা। এরপর দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এমনকি হামলার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সরানো হয়েছে বলেও জানান তাঁরা। এর পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সন্দেশখালির ঘটনায় প্রেস বিবৃতিও দেওয়া হয়েছে ।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...