Wednesday, May 7, 2025

সন্দেশখালির ঘটনায় ইডির বিরুদ্ধে FIR পুলিশের, পাল্টা ডিজি- এসপির কাছে ইমেলে অভিযোগ ইডির!

Date:

সন্দেশখালির ঘটনা (Sandeshkhali Incident) ঘিরে নয়া মোড়। এবার। ED-র বিরুদ্ধে FIR করলো পুলিশ। সূত্রের খবর তৃণমূল নেতা শাহজাহানের শেখের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মামলা রুজু করেছে ন্যাজাট থানার পুলিশ। ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে অযাচিতভাবে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন ED-র অফিসাররা। তার বিরুদ্ধেই এবার অভিযোগ দায়ের হল। পাল্টা ডিজি- এসপির কাছে হামলার ফুটেজ পাঠিয়ে ইমেলে অভিযোগ করেছে ইডি।

বৃহস্পতিবার সাত সকালে শাহজাহান শেখের বাড়িতে ED আধিকারিকরা পৌঁছে যান। কাউকে আগে থেকে কিছু না জানিয়ে তাঁরা সেখানে পৌঁছে শাহজাহানের বাড়ির তালা ভাঙতে শুরু করলে ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। পরিস্থিতি রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিক এবং সেন্ট্রাল ফোর্সের সশস্ত্র সেনা কার্যত পালিয়ে যেতে বাধ্য হন। এরপর রাজনৈতিক টানাপোড়েন চলে দিনভর। রাতে আবার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেফতার করে ইডি। সারাদিন ধরে তল্লাশি করার পর মধ্যরাতে নাটকে ফের উত্তেজনা ছড়ায় এলাকায়।গতকাল রাতে রাজ্য পুলিশের DG রাজীব কুমার ও বসিরহাট পুলিশ জেলার SP জোবি থমাসের কাছে email এর মাধ্যমে অভিযোগ জানায় কেন্দ্রীয় এজেন্সি। তাঁরা দাবি করেছেন যে কোর্ট ওয়ারেন্ট নিয়েই রেশন মামলায় তদন্তে সন্দেশখালিতে গিয়েছিলেন তাঁরা। এরপর দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এমনকি হামলার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সরানো হয়েছে বলেও জানান তাঁরা। এর পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সন্দেশখালির ঘটনায় প্রেস বিবৃতিও দেওয়া হয়েছে ।

Related articles

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...

দিলীপ নিয়ে দলবদলু নেতাদের মুখে কুলুপের নির্দেশ বিজেপির, বৈঠকে ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি

প্রথমে বিয়ে। তারপর সস্ত্রীক রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষার্থে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে উপস্থিতি। আর এই নিয়েই বিজেপির প্রাক্তন...
Exit mobile version