Wednesday, November 12, 2025

সন্দেশখালির ঘটনায় ইডির বিরুদ্ধে FIR পুলিশের, পাল্টা ডিজি- এসপির কাছে ইমেলে অভিযোগ ইডির!

Date:

সন্দেশখালির ঘটনা (Sandeshkhali Incident) ঘিরে নয়া মোড়। এবার। ED-র বিরুদ্ধে FIR করলো পুলিশ। সূত্রের খবর তৃণমূল নেতা শাহজাহানের শেখের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মামলা রুজু করেছে ন্যাজাট থানার পুলিশ। ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে অযাচিতভাবে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন ED-র অফিসাররা। তার বিরুদ্ধেই এবার অভিযোগ দায়ের হল। পাল্টা ডিজি- এসপির কাছে হামলার ফুটেজ পাঠিয়ে ইমেলে অভিযোগ করেছে ইডি।

বৃহস্পতিবার সাত সকালে শাহজাহান শেখের বাড়িতে ED আধিকারিকরা পৌঁছে যান। কাউকে আগে থেকে কিছু না জানিয়ে তাঁরা সেখানে পৌঁছে শাহজাহানের বাড়ির তালা ভাঙতে শুরু করলে ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। পরিস্থিতি রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিক এবং সেন্ট্রাল ফোর্সের সশস্ত্র সেনা কার্যত পালিয়ে যেতে বাধ্য হন। এরপর রাজনৈতিক টানাপোড়েন চলে দিনভর। রাতে আবার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেফতার করে ইডি। সারাদিন ধরে তল্লাশি করার পর মধ্যরাতে নাটকে ফের উত্তেজনা ছড়ায় এলাকায়।গতকাল রাতে রাজ্য পুলিশের DG রাজীব কুমার ও বসিরহাট পুলিশ জেলার SP জোবি থমাসের কাছে email এর মাধ্যমে অভিযোগ জানায় কেন্দ্রীয় এজেন্সি। তাঁরা দাবি করেছেন যে কোর্ট ওয়ারেন্ট নিয়েই রেশন মামলায় তদন্তে সন্দেশখালিতে গিয়েছিলেন তাঁরা। এরপর দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এমনকি হামলার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সরানো হয়েছে বলেও জানান তাঁরা। এর পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সন্দেশখালির ঘটনায় প্রেস বিবৃতিও দেওয়া হয়েছে ।

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version