Monday, August 25, 2025

শাহজাহানের খোঁজে লুকআউট নোটিশ কেন্দ্রের! জানিয়ে এলে গোলমাল হত না, মত কুণালের

Date:

তদন্তে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে। এবার সন্দেশখালিতে শাহজাহান শেখের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল কেন্দ্র (Centre)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সূত্রে খবর, শাহজাহানের খোঁজে আইবি ও বিএসএফের সাহায্য নেওয়া হচ্ছে। উত্তর ২৪ পরগনার সীমান্ত সংলগ্ন এলাকায় বিএসএফকে সতর্ক করা হয়েছে। শাহজাহান বাংলাদেশে পালিয়ে যেতে পারেন বলে অনুমান কেন্দ্রীয় সংস্থার। BSF-এর পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষকেও সজাগ থাকতে বলা হয়েছে। রাজ্যকে জানিয়ে এলেই কোনও গোলমাল হত না- মত তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)।

রেশন মামলার তদন্তে শুক্রবার শাহজাহানের বাড়ি যায় ইডির (ED) পাঁচ সদস্যের দল। তবে, রাজ্য প্রশাসনকে কিছুই জানায়নি তারা। ফলে সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকেরা পৌঁছনোর আগেই তাঁদের বাধা দেন গ্রামবাসীরা। বাড়ির সামনে গিয়ে শাহজাহানকে ডাকাডাকি করে সাড়া না মেলায় দরজা ভাঙার চেষ্টা করেন আধিকারিকরা। তাঁদের বাধা দিলে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি বাধে। সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকেও। তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। ভাঙচুর করা হয় ইডি-র গাড়ি। ইডি আধিকারিকরা ফিরে আসেন। অভিযোগ, সেই সময়েই ৩ ইডি আধিকারিক আহত হন। শাহজাহানকে আর খুঁজে পাওয়া যায়নি বলে ইডি-র অভিযোগ।

তৃণমলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, তিনি শুনেছেন, শাহজাহানকে ৪৮ ঘণ্টার মধ্যে ইডির হাতে তুলে দিতে হবে বলে রাজ্যকে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এটা আগে করলেই এই গোলমাল হত না বলে মত কুণালের।

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...
Exit mobile version