বার্ধক্য ভাতার পরে ১০০ দিনের কাজের টাকা? কী বড় ঘোষণা অভিষেকের

কেন্দ্রের বঞ্চনায় বাংলায় একশো দিনের কাজ করেও টাকা পাননি বহু মানুষ। বারবার দিল্লিতে দরবার করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বাংলা দাবি আদায়ে দিল্লি গিয়ে ধর্না- আন্দোলন করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। কিন্তু তারপরেও বাংলা টাকা ছাড়েনি কেন্দ্র। এই পরিস্থিতিতে বার্ধক্য ভাতার মতো ডায়মন্ড হারবারের মানুষদের ১০০ দিনের কাজের টাকার ব্যবস্থা করবেন বলে রবিবার পৈলানে জানালেন অভিষেক।

এর আগে তাঁফর সঙ্গে কেন্দ্রের শত বাধা সত্ত্বেও দিল্লি গিয়ে যে জব কার্ড হোল্ডাররা ন্যায্য পাওনা আদায় আন্দোলনের শামিল হয়েছিলেন, তাদের কাছে অর্থ সাহায্য পাঠিয়েছেন অভিষেক (Abhishek Bandyopadhyay)। এদিন মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আর দু তিন মাস তিনি অপেক্ষা করবেন। তার মধ্যে যদি কেন্দ্র থেকে ১০০ দিনের কাজের টাকা না দেওয়া হয়, তাহলে অন্তত ডায়মন্ড হারবারে যাঁরা করেছে টাকা পাননি তাঁদেরকে প্রাপ্য দেওয়ার উদ্যোগ নেবেন। সেই সংখ্যাটা কমপক্ষে ৬৬ হাজার। তাঁদের ব্যবস্থা অভিষেক করবেন।


Previous articleশান্তি বি.ঘ্নিত হওয়ার আ.শঙ্কা! অমিত মালব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের চন্দ্রিমা ভট্টাচার্যের
Next articleপঞ্চমবারের জন্য বাংলাদেশের মসনদে হাসিনা-ই! প্রকাশ্যে রিপোর্ট, শুরু শপথগ্রহণের প্রস্তুতি