বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। দুপুর ১টা পর্যন্ত পাঁচ ঘণ্টায় সারা দেশের ভোটকেন্দ্রগুলিতে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গির আলম।তিনি জানিয়েছেন, সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত সারা দেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৮টি বিভাগে মোট ভোট পড়েছে গড়ে ১৮ দশকি ৫০ শতাংশ।এর মধ্যে ঢাকায় ১৭, চট্টগ্রামে ২০, সিলেটে ১৮, বরিশালে ২২, খুলনায় ২১, রাজশাহীতে ১৭ ও ময়মনসিংহ বিভাগে ২০ শতাংশ ভোট পড়েছে।
তিন কেন্দ্রের ভোট স্থগিত প্রসঙ্গে নির্বাচন কমিশনের সচিব বলেন, নরসিংদীতে একটি ও নারায়ণগঞ্জে দুটি কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে। এই তিন কেন্দ্রে রবিবার আর ভোট হবে না। এ ছাড়া আরও ৫টি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।যদিও কয়েক ঘণ্টা পর সেগুলো আবার চালু করা হয়েছে। ফরিদপুরে দুটি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছিল, এখন আবার সেই ভোটগ্রহণ কেন্দ্র সচল রয়েছে।কয়েক ঘণ্টা পর সেগুলো আবার চালু করা হয়েছে। ফরিদপুরে দুটি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছিল, এখন আবার সচল হয়েছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অশান্তি বেড়েছে। একাধিক বুথে ভোট বাতিল করতে হয়েছে। ভোট-হিংসায় প্রাণও গিয়েছে। চট্টগ্রামে ভোটকেন্দ্রের সামনেই গুলি চালানোর অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, চট্টগ্রামের পাহাড়তলি কলেজের ভোটকেন্দ্রের সামনে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।গুলিবিদ্ধ যুবকদের নাম শান্ত বড়ুয়া এবং মহম্মদ জামাল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন। ভোট-হিংসায় প্রাণও গিয়েছে।মুন্সিগঞ্জে মৃত্যু হয়েছে এক জনের।
মুন্সিগঞ্জ-৩ আসনে প্রার্থীর সমর্থককে হত্যার বিষয়ে প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন মুন্সিগঞ্জে নিহতের ঘটনাটি ভোটের সঙ্গে সম্পৃক্ত নয়। নিহত ব্যক্তি কোনো একটি হত্যা মামলার আসামি ছিলেন।তিনি দীর্ঘদিন এলাকার বাইরে ছিলেন। এলাকায় আসার পর দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করেন। ভোটের পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
নির্বাচন কমিশনের মোবাইল এপ্লিকেশনে হ্যাক করার উদ্দেশ্যে সাইবার আক্রমণ চালানো হয়েছে জানিয়েছেন নির্বান কমিশনের সচিব। তিনি বলেন, আমরা পুরো পরিলস্থিতির দিকে কড়া নজর রাখছি।