Wednesday, August 20, 2025

নন্দীগ্রামে (Nandigram) শহিদ দিবসের কর্মসূচি পালনের অনুষ্ঠান নিয়ে ফের প্রতিহিংসার রাজনীতি বিজেপির (BJP)। শহিদ দিবসের আগের দিন রাতে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে একাধিক জায়গায় পোস্টার, ফ্লেক্স দিয়ে মিথ্যাচার বিরোধী দলনেতা তথা দলবদলু শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অনুগামীদের। এদিন নন্দীগ্রামের একাধিক জায়গায় গদ্দারের নেতৃত্বে কার্যত ভয় পেয়েই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধে পড়ল পোস্টার (Poster)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, “নন্দীগ্রামে রবিবার ভোর চারটের পর শহীদতর্পণে যাওয়ার কথা আমার। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাও আছে। তার আগে শনিবার রাতেই আমাকে গালমন্দ করে পোস্টার, ফ্লেক্স। বলছে ‘গো ব্যাক’। কী অধিকারী, এত ভয় !!!! আমোদ পেলাম”।

উল্লেখ্য, রবিবার শহীদতর্পণের পাশাপাশি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অনুষ্ঠান রয়েছে। প্রতিবারের মতো এবারও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কুণাল ঘোষ-সহ তৃণমূলের একাধিক উচ্চপদস্থ নেতা-নেত্রীরা। তবে তৃণমূল প্রথম থেকেই জানিয়ে আসছে, এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির তরফে। এই প্রথম নয় এর আগেও একাধিকবার নিজের জন্মস্থান নন্দীগ্রামে ঢুকতে না পেরে বহু নাটক করেছেন গদ্দার, দলবদলু শুভেন্দু। নন্দীগ্রামের মানুষ তাঁকে অনেকদিন আগেই বাতিলের খাতায় নাম তুলে দিয়েছেন। তবুও নিজেকে ভাসিয়ে রাখতে এভাবেই পোস্টার, ফ্লেক্স দিয়ে মানুষকে হেনস্থা ও ভুল বোঝানো হচ্ছে। জানা গিয়েছে, রবিবার নন্দীগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে শুভেন্দুরও।

উল্লেখ্য, রবিবার লালগড়ের নেতাইয়ের পাশাপাশি নন্দীগ্রামেও শহিদ দিবস পালন করার কথা রয়েছে বিজেপির। পুলিশ নির্দেশ না দিলেও পরে জোর করে হাই কোর্টের দ্বারস্থ হয়ে অনেক অনুরোধের পর মেলে অনুমতি। আর সেই অনুষ্ঠানের আগেই গদ্দারের দেউলিয়াপনা দেখে চরম কটাক্ষ করলেন কুণাল ঘোষ।

 

 

 

Related articles

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...
Exit mobile version