বিমানের কাজ করতে করতেই মেঝেতে পড়ে মৃত্যু কর্মীর!

বিমানবন্দরের ডাক্তারদের কোনও চেষ্টার সুযোগ দেননি ওই বিমানকর্মী। তার আগেই মৃত্যু হয় তাঁর।

ভরা ফ্লাইটে যাত্রীদের সামনে কয়েক মুহূর্তে মৃত্যু হল বিমানের এক কর্মীর। ব্রিটিশ এয়ারওয়েজের বিএ-৩২ (BA-32) বিমানে এই মর্মান্তিক ঘটনায় বাতিলই হয়ে যায় বিমানটি। তার পরেও এতটুকু বিরক্তি প্রকাশ না করেই অন্য বিমানে ওঠার প্রস্তুতি নেন।

লন্ডনের হিথরো (Heathrow) থেকে হংকংগামী বিমানটি ছুটি শেষে কাজে ফেরা কর্মী ও পর্যটকদের ভিড়ে ঠাসা ছিল। সেখানেই যাত্রীদের দেখভালের জন্য নিযুক্ত ছিলেন ৫২ বছরের এক কর্মী (steward)। বিমানটি ওড়ার আগে বিমানের দরজা বন্ধ হওয়ার পরে হঠাৎই বিপত্তি ঘটে। হঠাৎই মাথা ঘুরে পড়ে যান তিনি। পাইলট ফার্স্টএইড প্রশিক্ষণপ্রাপ্ত যাত্রীদের কাছে সাহায্যের অনুরোধ করেন। দ্রুত ডাক্তার ও অ্যাম্বুলেন্স ডাকেন। জীবনদায়ী ইঞ্জেকশন প্রয়োগ করা হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি।

বিমানবন্দরের ডাক্তারদের কোনও চেষ্টার সুযোগ দেননি ওই বিমানকর্মী। তার আগেই মৃত্যু হয় তাঁর। আর তারপরেই ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ বিমানটি বাতিল করে দেয়। যাত্রীদের পরের দিনের একটি বিমানে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়।

Previous articleতৃণমূলে কোথাও কোনও দ্বন্দ্বের জায়গা নেই: নবীন-প্রবীণ নিয়ে আগের অবস্থানে অনড় অভিষেক
Next articleনেতাই গণহত্যার ১৩ বছর পূর্তিতে ফের সিবিআইকে কাঠগড়ায় তুললেন কল্যাণ