২০১১ সালের আগে ৩৪ বছরের বাম সরকারের আমলে রাহাজানি, খুন, ধর্ষণ, রাজনৈতিক হত্যা করেছে। অনেক কল-কারখানা বন্ধ হয়েছে। তার জন্য আপনার প্রায়শ্চিত্ত করেছেন।’, প্রশ্ন রাজ্যের মন্ত্রী শশী পাঁজার।রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন,২০১১ এর আগে ৩৪ বছর বাংলায় যে সরকার ছিল, যে শাসকদল ছিল সেই সময় রাহাজানি-খুন-ধর্ষণ, রাজনৈতিক হানাহানি, একাধিক শিল্প কারখানা বন্ধ হয়েছে।
এগুলোর জন্য বামপন্থীরা কখনও মানুষের কাছে অনুশোচনা প্রকাশ করেছেন? ক্ষমা চেয়েছেন? তারপর তো ইনসাফের কথা আসবে।যুব সম্প্রদায় একটা যাত্রা করার পর আজ তারা ব্রিগেড করছেন। কটাক্ষ করে তাকে উল্টো ব্রিগেড বলেন তিনি।
