নিয়োগ মামলায় বেধে দেওয়া সময়সীমার শেষলগ্নে ফের চার্জশিট দিল সিবিআই

সুপ্রিম কোর্ট আগেই দু মাসের সময়সীমা বেধে দিয়েছিল।গত ৯ নভেম্বর শীর্ষ আদালত এই সেই নির্দেশ দিয়েছিল। আগামিকাল ৯ জানুয়ারি সেই সময়সীমা শেষ হচ্ছে। মঙ্গলবার হাই কোর্টে রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআইয়ের। এর আগে সোমবার নিম্ন আদালতে নিয়োগ দুর্নীতির চারটি মামলায় চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এসএসসি ও নবম-দশম নিয়োগ সংক্রান্ত আরসি ২, ৩, ৪ ও ৫ – এই চারটি মামলায় আলিপুর বিশেষ আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। যদিও এটিই চূড়ান্ত চার্জশিট কি না, তা এখনও জানা যায়নি।

যদিও সিবিআই সূত্রে জানা গিয়েছে, এটিই চূড়ান্ত চার্জশিট হতে চলেছে। নিয়োগ মামলায় আগামিকাল হাই কোর্টে সিবিআইকে নিজেদের তদন্ত প্রক্রিয়ার চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। তবে ওয়াকিবহালমহলের মত, নিম্ন আদালতে চূড়ান্ত চার্জশিট দিয়েও ফের তদন্তের রাস্তা খোলা রাখতে চাইছে সিবিআই। এদিন গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ নিয়োগের চারটি মামলায় চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্ত শেষে এই রিপোর্ট আগামিকাল জমা পড়বে হাইকোর্টে। সেই রিপোর্টেই উল্লেখ থাকবে এই চার্জশিট সংক্রান্ত তথ্য।তদন্তে কী কী নতুন দিক উঠে এসেছে, আরও কোনও নাম উঠে এসেছে কি না, সেই সংক্রান্ত তথ্য জানানো হবে উচ্চ আদালতে জমা করা রিপোর্টে।

জানা গিয়েছে, এরপর আদালতের থেকেই জানতে চাওয়া হতে পারে নতুন ভাবে উঠে আসা দিকগুলি নিয়ে তারা তদন্তের কাজ চালিয়ে যাবে কি না। ফলে আপাতভাবে চূড়ান্ত বললেও, আদতে পরবর্তী তদন্তের রাস্তা খোলা রাখতে চাইছে সিবিআই, এমনটাই মত আইনজীবী মহলের।এখন দেখার, আগামিকাল সিবিআই হাই কোর্টে কি রিপোর্ট জমা দেয়।

Previous articleকলকাতা সবচেয়ে নিরাপদ শহর: আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের মোক্ষম জবাব মুখ্যমন্ত্রীর
Next article‘ভুল’ করে কোভিড রিলিফ ফান্ডে ২৫০ কোটি! জানালো ম্যানকাইন্ড ফার্মা