Sunday, August 24, 2025

‘কড়া পদক্ষেপ’, সন্দেশখালির ‘অভিযুক্তদের’ নিয়ে স্পষ্ট অবস্থান ডিজিপির

Date:

সন্দেশখালিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (central agency) ওপর হামলার ঘটনায় যুক্ত অপরাধীদের বিরুদ্ধে কোনও রকম রেয়াত নয়, স্পষ্ট জানালেন রাজ্য পুলিশের ডিজি (DGP) রাজীব কুমার। এই বিষয়ে আইন ভঙ্গকারী ও আইন নিজেদের হাতে তুলে নেওয়া – দুপক্ষের বিরুদ্ধেই কড়া বার্তা দেন তিনি।

শুক্রবার সকালে সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে যান কেন্দ্রীয় সংস্থা ইডি-র আধিকারিকরা। বাড়িতে তালা ভেঙে ঢোকার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা ইডি-র (ED) আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের জেরে এলাকা ছাড়তে গিয়ে আহত হন একাধিক ইডির আধিকারিক। অধিকারিকদের গাড়িতে ভাঙচুর ও ল্যাপটপ মোবাইল চুরির অভিযোগও ওঠে। এই ঘটনার পরে রাজভবনে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও তলব করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)।

সন্দেশখালির ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী দলের ওপর হামলার ঘটনার নিন্দা করা হয়েছে রাজ্য সরকারের তরফেও। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই ঘটনাকে দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক বলে উল্লেখ করেন। পাশাপাশি এই ঘটনা কখনই সমর্থনযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি। তবে নবান্নের তরফে আগেই জানানো হয়েছিল ইডি-র শুক্রবারের অভিযানের কথা জানানোই হয়নি রাজ্য পুলিশকে। গণ্ডগোলের খবর পাওয়ার ৩০ মিনিটের মধ্য়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ।

সোমবার গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উপস্থিত ছিলেন ডিজিপি রাজীব কুমার। সেখানেই সন্দেশখালির ঘটনায় অভিযুক্তদের বিষয়ে পদক্ষেপ বিষয়ে কড়া পদক্ষেপের কথা বলেন তিনি। যারা আইন ভেঙেছে এবং যারা আইন নিজেদের হাতে তুলে নিয়েছে, সবার জন্যই কড়া পদক্ষেপের (strict action) কথা বলেন তিনি।

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version