Saturday, August 23, 2025

কুণালের ভূয়সী প্রশংসা বিচারপতি গঙ্গোপাধ্যায়, পাল্টা কর্তব্য শোনালেন তৃণমূল মুখপাত্র

Date:

ব্যক্তিগত শত্রুতা নেই। তবে, দলনেত্রী বা দলকে আক্রমণ করলে, তার প্রতিবাদ করা তাঁর কর্তব্য। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) মুখে আচমকা প্রশংসার প্রেক্ষিতে মন্তব্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। কলকাতা হাই কোর্ট চত্বরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় তাঁর। তারপরেই তৃণমূল মুখপাত্র সম্পর্কে প্রশংসা শোনা যায় বিচারপতির মুখে। সাহিত্যিক কুণালের লেখার ভূয়সী প্রশংসা করেন তিনি। এর পাল্টা নিজের কর্তব্যের কথা স্মরণ করান কুণাল।

কুণালকে নিয়ে কী বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?
”মানুষটা খারাপ না। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। উঠে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বললেন। ভদ্র মানুষ, ভালো ব্যবহার করলেন। আমিই বা কেন খারাপ ব্যবহার করব? ওঁর একটি উপন্যাস আমাকে পাঠিয়েছেন। বেশ ভালো লিখেছেন। লেখার হাত খুব ভালো। যদিও আমাকে গালাগাল করতে ছাড়ছেন না। আমাকে টুল নিয়ে বাইরে বসতে বলেছেন।”

পাল্টা কী বললেন কুণাল?
নিজের ভিডিও বার্তায় কুণাল বলেন, ”বিচারপতির কথা শুনলাম। আমার ভালো লেগেছে। আমার লেখার প্রশংসা করেছেন, তাতে আমি তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওঁনার সঙ্গে সামাজিক অনুষ্ঠানে দেখা হয়েছিল। কথা হয়। আমি আদালতে গিয়েছিলাম। হাতে সময় ছিল বলে ওনার সঙ্গে দেখা করতে চাই। ওঁর ঘরে গেলাম, গল্প করলাম। উনি চা-বিস্কুট খাওয়ালেন। ওনার সঙ্গে কথা বলতে বেশ ভালো লেগেছে।” এরপরেই কটাক্ষ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন কুণাল (Kunal Ghosh)। বলেন, ”উনি আমার দল বা দলনেত্রীকে আক্রমণ করে কিছু বললে তার প্রতিবাদ করা, জবাব দেওয়া আমার কর্তব্য। ওঁর মন্তব্য করা উচিত নয় বলাটা আমার কর্তব্য। আমি সেটাই করি। এমনিতে আমার সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনও শত্রুতা নেই।”


Related articles

অভিষেকেই বাজিমাতের লক্ষ্যে ডুরান্ড ফাইনালে যুবভারতীজুড়ে DHFC উন্মাদনা

ডুরান্ড ফাইনালে হিরক দ্যুতির ছটা দেখার আশায় শনিবারের সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে শুধুই DHFC সমর্থকদের উন্মাদনা। কেউ...

আর জি কর মামলা: সুদীপ্ত রায়ের বাড়িতে CBI তল্লাশি

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital) আর্থিক নয়ছয়ের তদন্তে শ্রীরামপুরের তৃণমূল...

বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

তাঁর যত কাজ সবই বিজেপি বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে। রাজ্যগুলিকে বদনাম করতে বিজেপির তালিমে তিনি পারদর্শী হয়েছেন যথেষ্ট।...

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...
Exit mobile version