Monday, August 25, 2025

তৃণমূলের সাফল্য, উন্নয়ন তুলে ধরবে ‘অ্যাপ্রোচ পেপার’, জেলার কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত

Date:

Share post:

দলীয় কর্মীদের আরও সুসংগঠিত ও উজ্জীবিত করার বার্তা তৃণমূলের উত্তর ২৪ পরগণার কোর কমিটির বৈঠকে। এই লক্ষ্যকে সামনে রেখেই জেলার চারটি সাংগঠনিক জেলার আলাদা আলাদা করে সম্মেলনের আয়োজন করা হবে। ‘অ্যাপ্রোচ পেপার’ তৈরি করা হবে দলের সাফল্য, উন্নয়ন ও বিজেপির বঞ্চনা, অত্যাচার, দুর্নীতি, কেলেঙ্কারির বিষয়ে।সোমবার উত্তর ২৪ পরগনা জেলার কোর কমিটি বৈঠকের পর এমনটাই জানালেন, তৃণমূল সাংসদ সৌগত রায়।

দেগঙ্গার কর্মীসভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর ২৪ পরগনা জেলার জন্য তৈরি করে দেওয়া ২০ জনের কোর কমিটির প্রথম বৈঠক হয় সোমবার। দুপুরে মধ্যমগ্রামের বারাসাত সাংগঠনিক জেলার কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এদিন কোর কমিটির বৈঠকে এই দুটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। এই প্রস্তাবগুলি আগামীদিনে উচ্চ নেতৃত্বের অনুমোদন পেলে বাস্তবায়িত করা হবে। এছাড়া বিজেপির মদতে বহু প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। সে ক্ষেত্রে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করা হবে কোনও তদন্ত ছাড়া যেন কারও নাম বাদ দেওয়া না হয়।

এদিনের বৈঠকে কোর কমিটির ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন। ছিলেন কমিটির আহ্বায়ক নির্মল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য্ , মমতা ঠাকুর, রফিকুল ইসলাম, উষারানী মন্ডল, সুকুমার মাহাতো, তাপস দাশগুপ্ত, গোপাল শেঠ, অঞ্জু বসু, সোমনাথ শ্যাম রফিকুর রহমান ছাড়াও অন্যান্যরা। এছাড়াও আমন্ত্রিত সদস্য হিসেবে সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, অর্জুন সিংও উপস্থিত ছিলেন। সৌগত রায় জানান, বিজেপি গোটা দেশ জুড়ে নানান দুর্নীতি, তছরুপ করছে। আদানি-আম্বানিদের সুবিধা পাইয়ে দিচ্ছে। বিভিন্ন রাজ্যে মানুষের উপর অত্যাচার করছে। আমরা এবার সে সব বিষয় লিখিত আকারে তুলে ধরব। পাশাপাশি আমাদের রাজ্যের সাফল্য, উন্নয়নও কর্মীদের কাছে তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে প্রচার করব। নির্মল ঘোষ বলেন, ফেব্রুয়ারি থেকেই সাংগঠনিক জেলার কর্মী, বিধায়ক, সাংসদ সহ দলের সকল পদাধিকারীদের নিয়ে সম্মেলন শুরু হবে। সবমিলিয়ে এক উদ্দীপনার আবহ কোর কমিটির বৈঠককে কেন্দ্র করে।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...