Saturday, August 23, 2025

অধ্যাপকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে চিঠি ৫০০ ছাত্রীর

Date:

বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের রাজ্যে সুরক্ষিত নয় মহিলারা। বিজেপি শাসিত হরিয়ানায় বিজেপি ঘনিষ্ঠ প্রফেসরের হাতেই যৌন নির্যাতনের শিকার হয়ে নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিল ৫০০ জন ছাত্রী।

হরিয়ানার চৌধুরী দেবীলাল বিশ্ববিদ্যালয়ের অন্তত ৫০০ জন ছাত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারকে চিঠি লিখে অভিযোগ করেছে, ওই প্রফেসরকে বরখাস্ত করা হোক এবং হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আচার্য (রাজ্যপাল)কে সমস্ত বিষয় জানিয়েও কোনো লাভ হয়নি বলেও অভিযোগ করছে ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত হরিয়ানার সিরসার চৌধুরী দেবী লাল বিশ্ববিদ্যালয়ে। ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক ছাত্রীর সাথে অসভ্যতা করেছেন ওই অধ্যাপক। দীর্ঘদিন ধরে ছাত্রীদেরকে শ্লীলতাহানি করতেন তিনি। কেউ প্রতিবাদ করতে চাইলে তাঁকে প্রাণনাশের হুমকি দিতেন তিনি। আবার অনেককে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া বা কলেজ থেকে বহিষ্কার করার ভয়ও দেখাতেন।

চিঠিতে পড়ুয়ারা অভিযোগ করেছে, যে ওই অধ্যাপক একজন “রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি”। দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ, জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মাকে চিঠি লিখলেন নির্যাতিতা ৫০০ ছাত্রী। জানা গিয়েছে, ওই প্রফেসর রাজ্যের শাসকশ্রেণীর ঘনিষ্ঠ ব্যক্তি।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version