পরিবারের সদস্য-আইনজীবীদের কা.রাগারে ব.ন্দিদের সাথে সাক্ষাতের সংখ্যা বাড়ানোর আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

পরিবারের সদস্যদের এবং আইনজীবীদের দিল্লি কারাগারে বন্দিদের সাথে দেখা করার সংখ্যা বাড়ানোর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। এই ধরনের বিধিনিষেধের অনুপস্থিতি জেল কর্তৃপক্ষের জন্য কারাগারে বিষয়গুলি পরিচালনা করা কঠিন হবে বলে পর্যবেক্ষণ বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং পঙ্কজ মিথালের একটি বেঞ্চের। সুতরাং, বিধিনিষেধ আপাতত শিথিল হচ্ছে না।

এদিন বিচারপতি ত্রিবেদী বলেন, “ভুলে যাবেন না আপনারা বন্দি। বিধিনিষেধ শিথিল করার প্রশ্নই আসছে কেন? এইসব নীতিগত বিষয়। বিধিনিষেধ শিথিল হলে জেল কর্তৃপক্ষের পক্ষে তা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। বিচারাধীনদের জন্যও জেলে সীমাবদ্ধতা থাকতে হবে।”

আরও পড়ুন- উস্তাদ রাশিদ খানের প্রয়াণে শোকস্তব্ধ মমতা, পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ

Previous articleউস্তাদ রাশিদ খানের প্রয়াণে শোকস্তব্ধ মমতা, পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ
Next articleএশিয়ান গেমসে দুরন্ত পারফরম্যান্স! রাষ্ট্রপতির থেকে অর্জুন পুরস্কার পেলেন অনুশ, অভিনন্দন মুখ্যমন্ত্রীর