Friday, December 19, 2025

তদন্তে অ.সহযোগিতা ইডির! সন্দেশখালিকাণ্ডে সিজিও থেকে খালি হাতে ফিরলেন বসিরহাট-বনগাঁর DSP

Date:

Share post:

সন্দেশখালির (Sandeskhali) ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলার তদন্তে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) গেলেও ইডির (ED) ডেপুটি ডিরেক্টরের (Deputy Director) বয়ান রেকর্ড করতে পারলেন না বসিরহাট (Basirhat) ও বনগাঁর (Bongaon) ডিএসপি (DSP)। বুধবার বেলা ১১টার কিছুসময় পর সল্টলেকের ইডি দফতরে পৌঁছন বসিরহাট পুলিশ জেলার ডিএসপি সানন্দা গোস্বামী। তবে অভিযোগ, এদিন ডিএসপি সানন্দার দেহরক্ষীকে আগ্নেয়াস্ত্র নিয়ে ইডি দফতরে ঢুকতে দেননি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আগ্নেয়াস্ত্র জমা রেখে ইডি দফতরে যান তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় ন্যাজাট থানায় প্রাণনাশের অভিযোগ দায়ের করেন ইডির ডেপুটি ডিরেক্টর। সেই মামলার তদন্তে বুধবার সকাল ১১টার কিছু পরে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছন বসিরহাট পুলিশ জেলার ডিএসপি সানন্দা। কিন্তু প্রবেশের সময়ই তাঁর দেহরক্ষীকে আটকান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সাফ জানান, আগ্নেয়াস্ত্র নিয়ে দফতরে যাওয়া যাবে না। এরপর আগ্নেয়াস্ত্র কেন্দ্রীয় বাহিনীর কাছে জমা রেখে ইডি দফতরে প্রবেশ করেন তাঁরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইডি দফতর থেকে বেরিয়ে আসেন ওই পুলিশ আধিকারিক। পাশাপাশি এদিন বসিরহাটের ডিএসপি সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন বনগাঁ থানার ডিএসপিও। তাঁকেও অসহযোগিতার অভিযোগ ওঠে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে। আর সেকারণে খালি হাতেই ফিরতে হয় তাঁকেও।

এরপর সাংবাদিকদের প্রশ্নের বসিরহাটের ডিএসপি জানান, “রুটিন তদন্তে এসেছিলাম। ইডির তরফে যে অভিযোগ দায়ের করা হয়েছে তার ভিত্তিতে অভিযোগকারীর বয়ান রেকর্ড করতে এসেছিলাম। ইডির ডেপুটি ডিরেক্টর ওই অভিযোগ দায়ের করেছিলেন। তবে আজ তিনি আজ ব্যস্ত রয়েছেন। ফলে তাঁর বয়ান নিতে পারিনি”।

এদিকে বুধবার সকালেই সন্দেশখালির ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, রেশন বন্টন মামলায় তল্লাশি করতে গিয়ে তাদের আধিকারিকদের উপর হামলা হয়েছে। কলকাতা হাই কোর্টে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানিয়েছেন, ইডির অফিসারের বিরুদ্ধে যে এফআইআর রেজিস্টার হয়েছে তা এখনও পর্যন্ত ওয়েবসাইটে আপলোড হয়নি। এদিকে এফআইআরের কপি চাওয়া সত্ত্বেও কোনও রকমভাবে তাদের দেওয়া হচ্ছে না বলে দাবি করেন ইডির আইনজীবী। পাশাপাশি ঘটনার জেরে নিরাপত্তার নিশ্চয়তা চায় কেন্দ্রীয় এজেন্সি। আর সেকারণেই এদিন ইডিকে মামলার অনুমতি দিয়েছে হাই কোর্ট। আগামীকাল, বৃহস্পতিবারই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

 

 

 

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...