Sunday, November 16, 2025

পশ্চিম মেদিনীপুরের সাংগঠনিক বৈঠকে কড়া নির্দেশ, নেত্রীর টনিকে চাঙ্গা জেলা নেতৃত্ব

Date:

লোকসভা নির্বাচনই পাখির চোখ। তাই এখন থেকে দলের সাংগঠনিক দিক চাঙ্গা করতে বৈঠক শুরু করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ বুধবার প্রথম বৈঠক পশ্চিম মেদিনীপুর (West Mednipur) জেলা নেতৃত্বকে নিয়ে৷ নেত্রীর স্পষ্ট নির্দেশ, বুথওয়াড়ি কর্মসূচি নিতে হবে৷ মানুষের বাড়ি বাড়ি যেতে হবে৷ রাজ্য সরকারের উন্নয়নকে যেমন তুলে ধরতে হবে, তেমনই একইসঙ্গে মানুষকে বোঝাতে হবে বাংলার জন্য, দেশের জন্য বিজেপি ও তাদের সাম্প্রদায়িক রাজনীতি কতটা ভয়ঙ্কর৷ ধর্মকে সামনে রেখে বিজেপির যে বিভাজনের রাজনীতি তাকে বাংলায় আমরা প্রতিহত করেছি৷ লোকসভা নির্বাচনে ফের করতে হবে৷ মমতা ছাড়াও বৈঠকে দিকনির্দেশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)৷ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও জেলা নেতৃত্বকে একাধিক কর্মসূচির নির্দেশ দিয়েছেন৷

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, নিজেদের মধ্যে সবকিছু ভুলে একযোগে বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে৷ দলে কোনও বিষয়ে কারও ভিন্ন মত থাকতে পারে৷ কিন্তু কোনও অবস্থাতে তা নিয়ে বাইরে মুখ খোলা চলবে না৷ দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে সবাইকে৷

বৈঠক শেষে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বর্ষীয়ান তৃণমূল নেতা মানস ভুঁইয়া বলেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, বাংলার বঞ্চনার বিরুদ্ধে, বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে, বাংলার অর্থনীতিকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টার প্রতিবাদে প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে, অঞ্চলে, হাটে-বাজারে আন্দোলন কর্মসূচি গড়ে তুলতে হবে৷ লোকসভা নির্বাচনে বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না৷ লড়াই হবে তীব্র থেকে তীব্রতর৷ মানুষের সামনে তুলে ধরা হবে কীভাবে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা বিজেপি সরকার আটকে রেখেছে৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তাঁর নবজোয়ার কর্মসূচির অভিজ্ঞতার কথা ভাগ করে নেন৷ নেত্রীও বিজেপির এক একটি জনবিরোধী বিষয়কে তুলে ধরে বুঝিয়ে দেন মিটিংয়ে-মিছিলে কীভাবে এগুলিকে মানুষের সামনে আনতে হবে৷

দলকে এখন থেকেই রাস্তায় নামার পরামর্শ দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে পশ্চিম মেদিনীপুর জেলার সর্বস্তরের নেতা-নেত্রী ও সাংগঠনিক পদাধিকারীদের নেত্রীর স্পষ্ট  নির্দেশ, নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখেই এককাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে  সর্বাত্মক লড়াইয়ে নামতে হবে। অজিত মাইতি, সাংসদ দেব, বিধায়ক জুন মালিয়া, মন্ত্রী  মানস ভুঁইয়া-সহ জেলার সব বিধায়ক ও সংগঠনের নেতৃত্বকে একে অপরের সঙ্গে সমন্বয় রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পগুলির সুবিধা মানুষ ঠিকঠাক পাচ্ছেন কি না সেদিকে নজর রাখতে বলেছেন। বিশেষ করে আদিবাসী  ও জনজাতি গোষ্ঠী এলাকায় আরও বেশি করে জনসংযোগ করতে বলা হয়েছে।

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version