Saturday, May 17, 2025

যুগের সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক দলগুলিও ক্রমশ কর্পোরেট হয়ে উঠছে। বিশেষ করে গত কয়েক বছরে রাজনৈতিক দলগুলির প্রচারে কর্পোরেটের ছোঁয়া। এক্ষেত্রে সোশ‌াল মিডিয়াকে অন‌্যতম হাতিয়ার করছে রাজনৈতিক দলগুলি। ব্যতিক্রম নয় রাজ্যের শাসক দল তৃণমূল। বেশ কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে অনেক সাফল্য এসেছে ঘাসফুল শিবিরে। নতুন করে তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়া সেল। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিজেপি সহ বিরোধীদের মোক্ষম জবাব দিতে দেখা যায় তৃণমূলকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’র পালটা এবার ‘জন কি বাত’ নিয়ে সোশ‌াল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে সেই বাহিনী। জানা গিয়েছে, একাধিক ইসুতে উন্নয়ন থেকে শত যোজন দূরে থেকেও আত্মপ্রচারের কাজেই রাজকোষের ভুড়ি ভুড়ি অর্থ ও সময় ব‌্যয় করছে মোদি সরকার। মোদির এই আত্মপ্রচারের পিছনে ধর্মের গিমিক। অথচ দেশের অর্থনীতির ভেঙে পড়েছে, বেড়েছে দুর্নীতি, দেশজুড়ে অনুন্নয়নের ছোঁয়া, বেকারত্ব, হিংসা, নারী নির্যাতনের মতো ভয়াবহ ঘটনা এখন রোজ নামচা। কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ জনতার দাবি, তাঁদের মনের কথা, সমস্যার কথা শুনছে না মোদি সরকার। সোশ‌্যাল মিডিয়ায় এবার এই ঘটনাগুলি তুলে ধরতে চাইছে তৃণমূল। তারই পোশাকি নাম ‘জন কি বাত’ রাখল তৃণমূল। লোকসভার আগে যা তৃণমূলের জন্য মোক্ষম অস্ত্র হতে চলেছে।

‘জন কি বাত’ নিয়ে একটি প্রচারমূলক থ্রিডি ভিডিও বানানো হয়েছে। যেখানে নরেন্দ্র মোদির কণ্ঠস্বর নকল করেই বলা হচ্ছে, ‘মন কি বাত অনেক হয়েছে, এবার হবে ‘জন কি বাত’!’ সঙ্গে দলের এক্স হ‌্যান্ডলে আরও লেখা হয়েছে, ‘গত ১০ বছর ধরে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনেক মনের কথা শুনেছি, অনেক মনের কথা জেনেছি! আর নয়! এবার সত্যিটা সামনে আনার সময় হয়ে গিয়েছে! মানুষের কথা বলার সময় এসে গিয়েছে!’

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version