Sunday, August 24, 2025

ভরা পৌষে শাস্ত্রীয় সঙ্গীতজগতে শ্রাবণের ধারা। চলে গেছেন উস্তাদ রশিদ খান (Ustad Rashid Khan)। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় জানিয়েছেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের (Indian Classical Music)অন্যতম স্তম্ভ রাশিদের অকালপ্রয়াণে শোকস্তব্ধ পরিবার। গত ২৪ ঘণ্টায় বারবার ফিরেছে উস্তাদের নানা স্মৃতি। রাশিদ খানের (Rashid Khan)গানের গুণমুগ্ধের সংখ্যা অগুণতি, কিন্তু সঙ্গীতের বাইরে রাশিদের একমাত্র ভালোবাসার নাম সোমা বসু ওরফে জয়িতা বসু খান (Joyita Basu Khan)। দুজনের ধর্ম প্রেমে বাধা হয়নি কখনও। আর সেই সবটুকুই ‘ভরা থাক স্মৃতি সুধায়’।

গত ডিসেম্বরেই নিজের ৩২ বছরের দাম্পত্য পূর্ণ করেছেন। যদিও ২০২৩-এর ২ ডিসেম্বর রাশিদ ছিলেন হাসপাতালে। জীবন যুদ্ধে অসম লড়াই চলছিল তখনই। দীর্ঘদিন ধরেই প্রস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন সঙ্গীতশিল্পী। এরপর নভেম্বরে আচমকাই ব্রেন স্ট্রোকের শিকার হন। বছর দুয়েক আগে বিবাহবার্ষিকীর দিন জমাটি আড্ডা বসেছিল রাশিদের বাড়িতে। সেদিন ছিলেন অভিজিৎ, বাবুল সুপ্রিয়, রাজ চক্রবর্তী, শ্রীজাত বন্দ্যোপাধ্য়ায়রা। প্রেমের বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে একবার রাশিদ খান বলেছিলেন, “আমি যাকে ভালবেসেছি, সময় নষ্ট করিনি তাঁকে বিয়ে করিনি। সেইসময়টা সঙ্গীতে বিনিয়োগ করেছি… সন্তানদেরও সেই কথাই বলি, ভালবাসলে তাঁকে বিয়ে করে নাও”। জীবনের শেষদিন পর্যন্ত রাশিদকে আগলে রেখেছিলেন সোমা। সুন্দরী প্রেমিকাকে স্বীকৃতি দিতে এক মুহূর্তও সময় নষ্ট করেননি গায়ক। এক সাক্ষাৎকারে জীবনের সেরা মুহূর্ত নিয়ে কথা বলতে গিয়ে রাশিদ খান জানিয়েছিলেন, “আমার স্ত্রীর সঙ্গে দেখা হওয়াই আমার জীবনের সেরা মুহূর্ত। আমাদের প্রেম কাহিনিটা একদম অন্যরকম। আমাদের ধর্ম আলাদা। কিন্তু আমার বাবা এই বিয়ের বিরুদ্ধে একটা কথাও বলেননি বরং উনি আমাকে সমর্থন করেছেন। সোমা আমার জীবন বদলে দিয়েছে, এর জন্য আমি আজীবন ওঁর কাছে কৃতজ্ঞ থাকব”। এদিন শিল্পীর পরিবারকে সান্ত্বনা দিলেন দিদি, রইল পাশে থাকার বার্তাও। আজ রবীন্দ্রসদনে যখন শেষ সম্মান জানাচ্ছেন অনুরাগীরা, ঠিক তখনই দুহাতের নরম পরশে মৃত স্বামীর মুখের উপর ছড়িয়ে পড়া অবিন্যস্ত চুল ঠিক করে দিতে দেখা গেল সোমাকে। প্রিয়তম আজ নিথর, তবু তাঁকেই আগলে রাখা প্রেমের পরশে… এখনও।

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version