Thursday, August 21, 2025

গান স্যালুটে শেষ বিদায় উস্তাদ রাশিদ খানকে, বদায়ুঁতে সমাধিস্থ করা হবে

Date:

রবীন্দ্রসদনে গান স্যালুটে বিশ্ব বিখ্যাত শিল্পী উস্তাদ রাশিদ খানকে (Rashid Khan) বিদায় জানাল তাঁর প্রিয় শহর কলকাতা। তবে, তাঁকে সমাধিস্থ করা হবে জন্মভিটে উত্তরপ্রদেশের বদায়ুঁতে। বুধবার, ঠিক বেলা একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে রবীন্দ্রসদনে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানায় রাশিদ খানকে (Rashid Khan)। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় নাকতলার বাড়িতে। সেখানেই বিকেল পর্যন্ত রাখা থাকবে দেহ। সন্ধের বিমানে বদায়ুঁতে নিয়ে যাওয়া হবে দেহ। সেখানেই শেষকৃত্য।

মঙ্গলবার, বেসরকারি হাসপাতেল মৃত্যু হয় উস্তাদ রাশিদ খানের। খবর পেয়েই নবান্ন থেকে সোজা হাসাপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী। গভীর শোকপ্রকাশ করেন তিনি। জানান, বুধবার রবীন্দ্র সদনে প্রয়াত সঙ্গীতশিল্পীকে শেষ শ্রদ্ধা জানানো হবে। এদিন সকালে পিস ওয়ার্ল্ড থেকে দেহ রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয়। বহু দূর দূর থেকে রাশিদ খানের ভক্তরা এসেছিলেন একবার শেষ দেখা দেখে শ্রদ্ধা জানাতে।

সূচি মেনে সেখানেই গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয়। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, ফিরহাদ হাকিম, সুজিত বসু, দেবাশিস কুমার-সহ অনেকেই। ছিলেন রাশিদ খানের পরিবারের লোকেরা। আগে ঠিক হয় রবীন্দ্র সদন থেকে দেহ নিয়ে যাওয়া হবে বাসভবনে। সেখান থেকে টালিগঞ্জের কবরস্থানে সমাধিস্থ করা হবে দেহ। কিন্তু রবীন্দ্র সদনেরই পরিবারের তরফে জানানো হয় তাঁরা দেহ নিয়ে জন্মভিটে বদায়ুঁতে যাবেন। সেখানেই পারিবারিক সমাধিস্থলে দেহ সমাধিস্থ করা হবে। সেই মতো বুধবার সন্ধের বিমানে শেষ বারের মতো নিজের প্রিয় শহর ছাড়বেন উস্তাদ রাশিদ খান।


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version