Wednesday, December 24, 2025

বেসরকারি হাসপাতালগুলির ICCU জীবাণু মুক্ত করার নির্দেশ, রাজ্যবাসীকে মাস্ক পরার পরামর্শ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কোমর্বিডিটির কারণে বুধবার বেসরকারি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীকে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মাস্ক পরারও পরামর্শ দেন তিনি। একই সঙ্গে বেসরকারি হাসপাতালগুলির ICCU-কে জীবাণু মুক্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিশ্বের বেশ কয়েকটি দেশে কোভিড পরিস্থিতি উদ্বেগজনক। কেরালার মতো দেশের কয়েকটি রাজ্যেও নতুন স্ট্রেইন মাথা চাড়া দিয়েছে। এদিন বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে কোভিড পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “স্পেন, আমেরিকায় একটু বেশি কোভিড হচ্ছে। এখানেও কেরলে হয়েছে। ভিড়ের মধ্যে গেলে বা হাটে বাজারে গেলে মাস্ক পরুন। কারণ বাইরে থেকে অনেক মানুষ রাজ্যে আসেন। আমেরিকার একটি স্ট্রেন ছড়াচ্ছে। তাই বলছি ভয় না পেয়ে, আতঙ্ক না ছড়িয়ে, সাবধানতার জন্য মাস্ক পরুন। আমরা জোর করে কিছু করছি না। ব্যবসায় কোনও সমস্যা হবে না। কিন্তু ভিড় জায়গায় যখন কেউ যাবেন, একটু সতর্ক থাকবেন।“

বেসরকারি হাসপাতাল- নার্সিংহোম থেকে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। সেই কারণে বিশেষ ভাবে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির কাছে মমতার পরামর্শ, যাতে ICCUগুলিকে জীবাণ মুক্ত রাখা হয়। তিনি বলেন, “প্রাইভেট নার্সিংহোমগুলি থেকে কোভিডের নতুন স্ট্রেন ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাই সতর্ক করছি। তবে ভয় পাওয়ার কারণ নেই, আতঙ্ক ছড়ানোরও দরকার নেই। সবাইকে বলব যতটা পারবেন ততটা সতর্ক থাকুন। আমাদের সরকারি হাসপাতালগুলিতে যেমন সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়। আমি আমার নিজের পরিবারের দুইজন সদস্যকে হারিয়েছি করোনার কারণে। সতর্কতা তাই এখন থেকেই নিতে হবে। আতঙ্কিত হওয়ার কারণ নেই কিন্তু সতর্ক থাকতে হবে।“

spot_img

Related articles

বড়দিনের আগেই ইসরোর সাফল্য, বাহুবলীতে উৎক্ষেপণ ৬ হাজার কেজির কৃত্রিম উপগ্রহের

বড়দিনের আগের সকালে মহাকাশ গবেষণায় নয়া মাইলস্টোন ইসরোর(ISRO)। ভারতীয় রকেটেই মহাকাশে পাড়ি দিল বিশাল ওজনের মার্কিন কৃত্রিম উপগ্রহ। ...

দেব বনাম ইন্ডাস্ট্রি! অভিমানী পোস্ট ঘিরে তুমুল শোরগোল টলিপাড়ায়

সদা হাস্যময় মুখ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পলিটিকালি কারেক্ট উত্তর। কিন্তু বছর শেষের আগে সব অভিমান উগরে দিলেন অভিনেতা-প্রযোজক...

বড়দিনের কেকের সঙ্গে শীতের কামড়, ঘন কুয়াশায় ঢাকছে দক্ষিণবঙ্গ

বড়দিন আর নববর্ষে ঠান্ডার আমেজ থাকবে, এমনটাই রাজ্যবাসী মনে প্রাণে চায়। এবার তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে চলেছে খোদ...

বৈভবের বিশ্বরেকর্ড, সাকিবুলের দ্রুততম শতরান, বিহারের একাধিক রেকর্ড

যুব এশিয়া কাপে ব্যাট হাতে খুব একটা ভালো খেলতে পারেননি, তবে বিজয় হাজারেতে (Vijay Hazare Trophy) ব্যাট হাতে...