Friday, May 16, 2025

প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সিকে পৌঁছে দিচ্ছে বিজেপি, ইডি অভিযান নিয়ে কড়া প্রতিক্রিয়া কুণালের

Date:

সন্দেশখালি কাণ্ডের মধ্যেই ফের তৃণমূল নেতা-মন্ত্রীদের বাড়ি ইডির অভিযান। শুক্রবার ভোর থেকে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, বরানগরের তৃণমূল। বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্বাভাবিকভাবে, ইডির এই অভিযান যে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ফের তা প্রমাণ হল। রাজনীতিতে না পেরে লোকসভা ভোট যত এগিয়ে আসছে , ততই বিরোধীদের উপর এজেন্সি লেলিয় দিচ্ছে কেন্দ্রের মোদি সরকার।

এদিন শুভেন্দুর প্রসঙ্গ টেনে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ”রাজনীতিতে পারছে না বিজেপি। তাই এজেন্সি লেলিয়ে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরির চেষ্টা করছে।”

ইডির তল্লাশি অভিযান প্রসঙ্গে এদিন সরাসরি বিজেপিকে অভিযুক্ত করে কুণাল বলেন, “আবার ইডির তল্লাশি এূবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণদিতভাবে। এই পুরো ঘটনা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে। বিজেপির তৈরি করে দেওয়া প্রতিহিংসা রাজনীতির স্ক্রিপ্টের ওপর দাঁড়িয়ে সুজিত বসু, তাপস রায়, সুবোধ চক্রবর্তীদের বাড়িতে রেইড হচ্ছে।”

কুণালের আরও দাবি, “এতে পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি নেতারা তাঁদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সিকে পৌঁছে দিচ্ছে এবং তারপরে এজেন্সিকে দিয়ে অভিযানের নামে মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরির চেষ্টা করছে। আসলে বিজেপি রাজননৈতিকভাবে লড়তে পারছে না, তাই কখনও সিবিআই, কখনও এনআইএ কখনও ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে।”

এই প্রসঙ্গেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে কুণালের দাবি, “সিবিআইয়ের এফআইআর নেম শুভেন্দু অধিকারীর বাড়িতে কেন তল্লাশি চালানো হচ্ছে না। সারদা, নারদায় তো শুভেন্দু অভিযুক্ত।”

আরও পড়ুন – মাথায় হেলমেট হাতে টিয়ার গ্যাস, মন্ত্রী- বিধায়কের বাড়ির সামনে ‘সাবধানী’ সেন্ট্রাল ফোর্স!

 

Related articles

কলকাতা পুলিশে ৮০০ হোমগার্ড নিয়োগ, ছাড়পত্র স্বরাষ্ট্র দফতরের

জরুরি ভিত্তিতে শুধুমাত্র কলকাতা পুলিশেই নিয়োগ হবে ৮০০ অস্থায়ী হোমগার্ড। সরকার বিদ্যাসাগর সেতুর দ্বিতীয় দফার  সংস্কার ও মেরামতির...

জন বার্লার মতো নেতা কেন দল ছাড়লেন ভেবে দেখুক বিজেপি: তোপ দিলীপের

গেরুয়া শিবিরকে জোর ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। আর তৃণমূলে যোগ দিয়েই বিরোধী...

ইস্টবেঙ্গলের তালিকায় ১৯ বিদেশি

নতুন মরসুমের জন্য এখন থেকেই দল গোছাতে ব্যস্ত ইস্টবেঙ্গল(Eastbengal)। সবার আগে দলের বিদেশিদের দিকেই নজর দিচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।...

বায়ু দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কাজ: তিলোত্তমাকে সেরার শিরোপা কেন্দ্রের, কলকাতাবাসীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

ফের সেরার শিরোপা তিলোত্তমার মাথায়। বায়ু দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কাজ করে কেন্দ্রীয়  সরকারের কাছ থেকে পুরস্কার ছিনিয়ে আনল...
Exit mobile version