Sunday, August 24, 2025

কাজের দিনে ব্যস্ত সময়ে কিংবা ছুটির মেজাজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যানজট এড়িয়ে পৌঁছে যাওয়ার অন্যতম বড় মাধ্যম কলকাতা মেট্রো (Kolkata Metro)। স্মার্ট কার্ড কিংবা টোকেন ব্যবহার করে সবকটি মেট্রো রুটে যাতায়াত করেন যাত্রীরা। কিন্তু এবার টিকিটের নিয়মে নয়া পরিবর্তন আনছে কর্তৃপক্ষ। না জানলে সফর কালে সমস্যায় পড়তে পারেন আপনি। নতুন পদ্ধতিতে টিকিট কাটার ব্যবস্থা করেছে কলকাতা মেট্রো। ইস্ট ওয়েস্ট মেট্রোর(East West Metro) সব স্টেশনেই চালু হল কিউআর কোডযুক্ত (QR Code base ticket) কাগজের টিকিট। ধীরে ধীরে বাতিল হতে চলেছে টোকেন সিস্টেম।

সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (Center for Railway Information Systems) টিকিট কেটে মেট্রো শহরের ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করতে চলেছে। নতুন টিকিট সিস্টেম সফল করতে গ্রিন লাইনের বিভিন্ন স্টেশনের সমস্ত AFC-PC গেট আপগ্রেড করা হয়েছে। এবার থেকে যাত্রীরা সব মেট্রো স্টেশনের কাউন্টার থেকে পেপার বেসড QR Code টিকিট কেটে ইস্ট-ওয়েস্ট করিডরের যে কোনও স্টেশনে যাতায়াত করতে পারবেন৷ মাঝে কিছুদিনের জন্য শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) এটি পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছিল। যাত্রীদের তরফে বিপুল সাড়া মেলায় এই করিডোরের গোটা অংশ জুড়ে পেপার বেসড কিউআর কোডযুক্ত টিকিট কার্যকর করে ফেলা হল। পরীক্ষামূলক ট্রায়ালটি সফল হলে টোকেন সিস্টেম ধীরে ধীরে অপসারণের পাশাপাশি গ্রিনলাইন করিডোরের সম্পূর্ণ অংশ জুড়েই পেপার QR কোড ভিত্তিক কাগজের টিকিট সিস্টেম চালু করা হবে। এই বিষয়ে মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আপাতত কিছুদিন টোকেন সার্ভিসকেও একইভাবে চালানো হবে। তবে QR ব্যবস্থাপনায় মানুষ স্বচ্ছন্দ্য হয়ে গেলে এতে যাত্রীদের সময়ও বাঁচবে এবং হয়রানি এড়ানো যাবে।

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version