Friday, May 16, 2025

‘বৈচিত্রের মধ্যে ঐক্য’, একই পাথরে তাজমহল ও রামমন্দির

Date:

Share post:

ভারতবর্ষ চিরকাল বৈচিত্রের মধ্যে ঐক্যের প্রতীক। এই ঐক্যের জোরেই এখানে বলা যায় – ধর্ম যার যার, উৎসব সবার। অযোধ্যায় মন্দির উদ্বোধনের উৎসবে তাই যেন জুড়ে গেল রামমন্দির আর তাজমহল (Taj Mahal)। দুই স্থাপত্যেই একই মার্বেলের মিশেল দর্শকদের জন্য খুলে যাবে এমাসের শেষেই।

ভারতের অন্যতম শ্রেষ্ঠ মার্বেল পাথরের খনি রাজস্থানের মাক্রানা (Makrana)। জিআই ট্য়াগ (Geological Indicator) প্রাপ্ত এই মার্বেল খনি দেশকে প্রায় দুশো বছর ধরে মার্বেল সরবরাহ করার ঐতিহ্য বহন করছে। শুধু দেশে নয়, বিদেশেও এর খ্যাতি ছড়িয়ে রয়েছে। আর বিশেষ শিল্প তৈরিতে শিল্পীর নজর যে এই শুভ্র পাথরের ওপর পড়বে তাতে তো সন্দেহই নেই – তা সে তাজমহল নির্মাতাই হোক বা রামমন্দিরের স্থপতি।

তাজমহল তৈরির সময় শাহজাহান ভারতের সব প্রসিদ্ধ জায়গা থেকে পাথর, শিল্পী ও কারিগর এনেছিলেন। ভারতের বাইরের কারিগর ও পাথরের অস্তিত্বও রয়েছে পৃথিবীর সাত আশ্চর্যের এই স্থাপত্যে। সেই স্থপতি মাক্রানার পাথর সংগ্রহ করবেন না এ তো হতেই পারে না। তাজমহলের বাইরের সাদা পাথরের কাঠামো এই মাক্রানা মার্বেলে তৈরি। এই পাথরের নমনীয়তার জন্যই একে তাজমহলের শোভা বাড়াতে ব্যবহার করা হয়।

এবার অযোধ্যার (Ayodhya) রামমন্দির তৈরিতেও ব্যবহার করা হচ্ছে মাক্রানা মার্বেল। এই মন্দিরের সূক্ষ্ণ কারুকাজের জন্য ব্যবহার করা হচ্ছে এই বিশেষ নমনীয় মার্বেল। মাক্রানা এলাকায় প্রায় ৪০০ খনি থেকে এই পাথর তোলার কাজ চলে সারা বছর জুড়ে। প্রতি বছর প্রায় ১২০ হাজার টন মার্বেল পাথর এখান দেশে বিদেশে সরবরাহ হয়ে থাকে। সেই মার্বেলে শোভিত হবে রামমন্দির, যেভাবে দেশের অন্যতম স্থাপত্য তথা অহংকার তাজমহলে ব্যবহার হয়েছিল মাক্রানা মার্বেলে।

spot_img

Related articles

গরম থেকে সাময়িক স্বস্তি, প্রাক-বর্ষার বৃষ্টি ভিজতে পারে দক্ষিণবঙ্গ

আন্দামান-নিকোবরে বর্ষা (Monsoon season) ঢুকতেই বাংলা জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি ভেজা সম্ভাবনা জোরালো হয়ে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore...

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...

এভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাঙালির পদচিহ্ন পড়ার আনন্দ নিমেষে মিলিয়ে গেল মৃত্যুর দুঃসংবাদে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের (Ranaghat)...

NRI কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় প্রায় চব্বিশ কোটি টাকার জালিয়াতি!

ভুয়ো এনআরআই (NRI) কোটায় মেডিক্যালে ভর্তির মামলার তদন্তে ২৩ কোটি ৬৭ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট...