Saturday, May 3, 2025

‘‌চায়েওয়ালি চাচি’‌! টানা ৩৫ বছর ধরে কেবল চা খেয়ে বেঁচে রয়েছেন ছত্তিশগড়ের এই মহিলা

Date:

Share post:

‘এক কাপ চায়ে আমি তোমাকে চাই!…’ আর বাঙালির তো চায়ের প্রতি একটু বেশিই ভালোবাসা রয়েছে। কিন্তু যদি এটা হয় যে আপনার প্রতিদিনের খাদ্য শুধুই চা! তাহলে তেমন হবে? শুনতে অবাক লাগলেও, ছত্তিশগড়ের কোরিয়া জেলার বরডিয়া গ্রামের বাসিন্দা, পিল্লি দেবীর ক্ষেত্রে এমনটাই ঘটেছে! গত ৩৫ বছর ধরে শুধু চা খেয়েই বেঁচে আছেন তিনি। গত ৩৫ বছর ধরে শুধু এক কাপ চা–ই তাঁর প্রতিদিনের খাবার। এজন্য পাড়ায় তাঁর নাম ‘‌চায়েওয়ালি চাচি’‌।

ছত্তিশগড়ের কোরিয়া জেলার বারাদিয়া গ্রামের বাসিন্দা ৪৫ বছরের পিল্লি দেবীর দাবি, টানা ৩৫ বছর ধরে শুধুমাত্র চা খেয়ে বেঁচে রয়েছেন তিনি! বারাদিয়া গ্রামে তিনি পরিচিত ‘চায়েওয়ালি চাচি নামে’। ওই মহিলার বাবা রতি রাম জানিয়েছেন, ১১ বছর বয়স থেকেই চা ছাড়া অন্য কিছু খান না তাঁর মেয়ে। এমনকি জলও নয়। এ সময় তাঁর শিক্ষক তাকে জনকপুরে অ্যাথলেটিক্স খেলায় নিয়ে যান। পল্লীদেবী এখানে দৌড়ে ফার্স্ট হয়েছিলেন। ক্লাস সিক্সের পর বিয়ে করেন তিনি। শ্বশুর বাড়িতে যাওয়ার পর তিনি ফিরে আসেন এবং তারপর জল ও খাবার ছেড়ে দেন। তারপর থেকে শুধুমাত্র চা খেয়েই বেঁচে রয়েছেন। প্রথমদিকে চা খাওয়ার সময় বিস্কুট বা পাউরুটি খেলেও আস্তে আস্তে সেগুলোও ছেড়ে দেন তিনি।

বিজ্ঞান বলছে ৩০ বছর শুধু চা খেয়ে বেঁচে থাকা কোনও মানুষের পক্ষে সম্ভব নয়। নবরাত্রির সময় অবশ্য অনেকেই টানা ৯ দিন উপোস করেন। এবং শুধুই চা খান। কিন্তু তা বলে ৩০ বছর! এটা কোনওভাবেই সম্ভব নয়। কোরিয়া জেলা হাসপাতালের চিকিৎসক এসকে গুপ্তাও জানিয়েছেন একই কথা। কিন্তু তাহলে পিল্লি দেবী বেঁচে বছরের পর বছর ধরে শুধু চা খেয়ে বেঁচে রয়েছেন কীভাবে? এটা নিছকই অলৌকিক ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য?

spot_img
spot_img

Related articles

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...

দেশ-বিদেশ মিলছে এক সুরে! ভক্তি-ভিড়ের স্রোত দিঘার জগন্নাথ ধামে

সমুদ্রের গর্জন আর ভক্তির সুরে মিশে এক নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠেছে দিঘার জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের...