Wednesday, January 14, 2026

‘‌চায়েওয়ালি চাচি’‌! টানা ৩৫ বছর ধরে কেবল চা খেয়ে বেঁচে রয়েছেন ছত্তিশগড়ের এই মহিলা

Date:

Share post:

‘এক কাপ চায়ে আমি তোমাকে চাই!…’ আর বাঙালির তো চায়ের প্রতি একটু বেশিই ভালোবাসা রয়েছে। কিন্তু যদি এটা হয় যে আপনার প্রতিদিনের খাদ্য শুধুই চা! তাহলে তেমন হবে? শুনতে অবাক লাগলেও, ছত্তিশগড়ের কোরিয়া জেলার বরডিয়া গ্রামের বাসিন্দা, পিল্লি দেবীর ক্ষেত্রে এমনটাই ঘটেছে! গত ৩৫ বছর ধরে শুধু চা খেয়েই বেঁচে আছেন তিনি। গত ৩৫ বছর ধরে শুধু এক কাপ চা–ই তাঁর প্রতিদিনের খাবার। এজন্য পাড়ায় তাঁর নাম ‘‌চায়েওয়ালি চাচি’‌।

ছত্তিশগড়ের কোরিয়া জেলার বারাদিয়া গ্রামের বাসিন্দা ৪৫ বছরের পিল্লি দেবীর দাবি, টানা ৩৫ বছর ধরে শুধুমাত্র চা খেয়ে বেঁচে রয়েছেন তিনি! বারাদিয়া গ্রামে তিনি পরিচিত ‘চায়েওয়ালি চাচি নামে’। ওই মহিলার বাবা রতি রাম জানিয়েছেন, ১১ বছর বয়স থেকেই চা ছাড়া অন্য কিছু খান না তাঁর মেয়ে। এমনকি জলও নয়। এ সময় তাঁর শিক্ষক তাকে জনকপুরে অ্যাথলেটিক্স খেলায় নিয়ে যান। পল্লীদেবী এখানে দৌড়ে ফার্স্ট হয়েছিলেন। ক্লাস সিক্সের পর বিয়ে করেন তিনি। শ্বশুর বাড়িতে যাওয়ার পর তিনি ফিরে আসেন এবং তারপর জল ও খাবার ছেড়ে দেন। তারপর থেকে শুধুমাত্র চা খেয়েই বেঁচে রয়েছেন। প্রথমদিকে চা খাওয়ার সময় বিস্কুট বা পাউরুটি খেলেও আস্তে আস্তে সেগুলোও ছেড়ে দেন তিনি।

বিজ্ঞান বলছে ৩০ বছর শুধু চা খেয়ে বেঁচে থাকা কোনও মানুষের পক্ষে সম্ভব নয়। নবরাত্রির সময় অবশ্য অনেকেই টানা ৯ দিন উপোস করেন। এবং শুধুই চা খান। কিন্তু তা বলে ৩০ বছর! এটা কোনওভাবেই সম্ভব নয়। কোরিয়া জেলা হাসপাতালের চিকিৎসক এসকে গুপ্তাও জানিয়েছেন একই কথা। কিন্তু তাহলে পিল্লি দেবী বেঁচে বছরের পর বছর ধরে শুধু চা খেয়ে বেঁচে রয়েছেন কীভাবে? এটা নিছকই অলৌকিক ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য?

spot_img

Related articles

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...

পুলিশি সহায়তায় নতুন নম্বর, রাজ্যে আসছে ১১২ হেল্পলাইন

১০০-র পাশাপাশি এবার ১১২-তে ডায়াল করেও মিলবে পুলিশের সাহায্য। রাজ্যে খুব শীঘ্রই এই নয়া হেল্পলাইন নম্বর চালু হতে...

কসবা আইন কলেজ কাণ্ডে চার্জ গঠন, বিচার শুরু ২৭ জানুয়ারি

কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তাঁর দুই সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় ও জাইবের বিরুদ্ধে...

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ‘লক্ষ্মী এলো ঘরে’র বিশেষ স্ক্রিনিং-এ অভিষেক

নতুন ধরনের গল্প নিয়ে পরিচালক রাজ চক্রবর্তী। গ্রাম বাংলার বাস্তব সমস্যার সম্মুখিন মহিলা বা যে কোনও গ্রামের মানুষের...