‘এক কাপ চায়ে আমি তোমাকে চাই!…’ আর বাঙালির তো চায়ের প্রতি একটু বেশিই ভালোবাসা রয়েছে। কিন্তু যদি এটা হয় যে আপনার প্রতিদিনের খাদ্য শুধুই চা! তাহলে তেমন হবে? শুনতে অবাক লাগলেও, ছত্তিশগড়ের কোরিয়া জেলার বরডিয়া গ্রামের বাসিন্দা, পিল্লি দেবীর ক্ষেত্রে এমনটাই ঘটেছে! গত ৩৫ বছর ধরে শুধু চা খেয়েই বেঁচে আছেন তিনি। গত ৩৫ বছর ধরে শুধু এক কাপ চা–ই তাঁর প্রতিদিনের খাবার। এজন্য পাড়ায় তাঁর নাম ‘চায়েওয়ালি চাচি’।

ছত্তিশগড়ের কোরিয়া জেলার বারাদিয়া গ্রামের বাসিন্দা ৪৫ বছরের পিল্লি দেবীর দাবি, টানা ৩৫ বছর ধরে শুধুমাত্র চা খেয়ে বেঁচে রয়েছেন তিনি! বারাদিয়া গ্রামে তিনি পরিচিত ‘চায়েওয়ালি চাচি নামে’। ওই মহিলার বাবা রতি রাম জানিয়েছেন, ১১ বছর বয়স থেকেই চা ছাড়া অন্য কিছু খান না তাঁর মেয়ে। এমনকি জলও নয়। এ সময় তাঁর শিক্ষক তাকে জনকপুরে অ্যাথলেটিক্স খেলায় নিয়ে যান। পল্লীদেবী এখানে দৌড়ে ফার্স্ট হয়েছিলেন। ক্লাস সিক্সের পর বিয়ে করেন তিনি। শ্বশুর বাড়িতে যাওয়ার পর তিনি ফিরে আসেন এবং তারপর জল ও খাবার ছেড়ে দেন। তারপর থেকে শুধুমাত্র চা খেয়েই বেঁচে রয়েছেন। প্রথমদিকে চা খাওয়ার সময় বিস্কুট বা পাউরুটি খেলেও আস্তে আস্তে সেগুলোও ছেড়ে দেন তিনি।