Monday, August 25, 2025

রাম-সীতার সাজে বিমান কর্মীরা! ঈশ্বরকে নিয়ে ‘মস্করা’য় ক্ষুব্ধ ধর্মপ্রাণ হিন্দু

Date:

রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানরা যাত্রীদের অভ্যর্থনা জানাচ্ছেন বিমানের ভেতর। ভগবান রাম বোর্ডিং ঘোষণা পড়ছেন। লক্ষ্মণ এবং সীতাকে দেখা যাচ্ছে বিমানের গেটে যাত্রীদের শুভেচ্ছা জানাতে। সকল যাত্রীকে হাতজোড় করে নমস্কার জানিয়ে সাহায্য করছেন আসন বাছাইয়ে। রাম মন্দিরকে মাথায় রেখে আহমেদাবাদ থেকে অযোধ্যা পর্যন্ত শুরু হয়েছে বিমান পরিষেবা। সেই বিমানেই দেখা গেল এই ছবি। যেখানে রামকে তাঁর ঈশ্বরের আসন থেকে টেনে নামানো হয়েছে বিমান কর্মীর পর্যায়ে। রামের নামে রাজনীতি করতে গিয়ে বিজেপির এহেন কর্মকাণ্ডে ক্ষুব্ধ ধর্মপ্রাণ হিন্দুরা। ঈশ্বরকে নিয়ে এহেন ‘মস্করা’য় ক্ষুব্ধ সাধারণ মানুষ থেকে বিরোধী শিবির।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে রামের নামে ভোট বৈতরণী পার করতে কোমর বেঁধে নেমেছে মোদি-শাহরা। পরিস্থিতি এমন পর্যায়ে যে নির্বাচনকে মাথায় রেখে মন্দির সম্পন্ন হওয়ার আগেই অর্ধনির্মিত মন্দিরে প্রতিষ্ঠা করা হচ্ছে রামলালাকে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মন্দির উদ্বোধনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশের চার শঙ্করাচার্য। এরই মাঝে ধর্মের নামে আখের গোছানো ধান্ধাবাজ রাজনীতিকদের ইন্ধনে বিমান কর্মীদের রাম-সীতা সাজিয়ে যাত্রীদের পরিষেবা দেওয়ার ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। ভিডিও প্রকাশ্যে আসার পর তৃণমূলের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায় বলেন, “সাধারণ মানুষের প্রিয় ঈশ্বরকে বিমানকর্মীতে পরিণত করা হয়েছে এবং কেউ এতে আপত্তি তোলেনি। আমি একটুকুও অবাক হইনি এটা দেখে যে কিছু ধান্দাবাজ এই সুযোগে ভগবান রাম ও সীতা মাতাকে নিয়ে ধান্দা করছে। কিন্তু অবাক হচ্ছি এই ধরনের কীর্তিকলাপ দেখে কোন রকম প্রতিবাদ না করে বরং স্বাগত জানাচ্ছে রামলালা কমিটি।”

পাশাপাশি তাঁর প্রশ্ন, “ভগবান রাম এবং সীতা মাতাকে বিমানকর্মী হিসাবে চিত্রিত করায় একজন ধর্মপ্রাণ হিন্দু কি ক্ষুব্ধ হবে না? অথবা আপনি কি আপনার ঈশ্বরকে পূজারস্থল থেকে পদতলে নামিয়ে আনতে চান? এবং সেখানে যখন আপনি চান তখন তাদের দারোয়ানে রূপান্তরিত করেন? এরপর কি? ভগবান হনুমান ইনফ্লাইট হোস্ট হিসাবে জিজ্ঞাসা করছেন আপনি কফি না চা চান?” এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন সাধারণ ধর্মপ্রাণ মানুষ। তাঁদের অভিযোগ, রামের নামে একটি দল রাজনৈতিক ফায়দা নিতে নেমেছে। তারা এমন ভাব করছে যেন তারাই রামের ‘পেটেন্ট’ নিয়ে বসে আছে। কিন্তু আসলে তাঁরা যে বকধার্মিক এটা সাধারণ মানুষের বোঝা উচিৎ। ভগবান রামের প্রতি ওদের কোনওরকম শ্রদ্ধা নেই সেটা এই ধরণের ঘটনায় আরও স্পষ্ট।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version