Wednesday, December 24, 2025

পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে বিপুল পরিমাণে গাঁ.জা উদ্ধার! ‘গাঁ.জাখোর বিজেপি’, ক.টাক্ষ তৃণমূলের

Date:

Share post:

ফের বিজেপি নেত্রীর বাড়ি থেকে কেজি কেজি গাঁজা উদ্ধার। ১ কেজি ২ কেজি নয় ২৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। হাওড়ার সাঁকরাইলের কান্দুয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য রূপা রায়ের বাড়ি থেকেই পাওয়া গিয়েছে গাঁজা। বিজেপি নেত্রীর স্বামী নিমাইকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। এর আগেও একাধিকবার বিজেপির নেতাদের মাদক পাচারের ঘটনায় নাম জড়িয়েছে। সেই তালিকায় এবার নতুন নাম উঠে এল। এই ঘটনায় বিজেপিকে বিজেপিকে ধুয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল বলল গাঁজাখোর বিজেপি।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বিজেপিকে এবং রাজ্যপালকে তোপ দেগেছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “২৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে কান্দুয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য রূপা রায়ের বাড়ি থেকে। এই ঘটনা আমাদের বিজেপি নেত্রী পামেলার মাদক মামলার কথা মনে করিয়ে দেয়।“ এই প্রসঙ্গ টেনে রাজ্যপাল কিছু বলতে চান কিনা তা জিজ্ঞেস করেন তৃণমূল সাংসদ। একইসঙ্গে শুভেন্দু এবং সুকান্ত মজুমদারকেও জিজ্ঞেস করেন তাঁরা কিছু বলতে চান কিনা।

এই ঘটনায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,”বিজেপির সাঁকরাইলের কান্দুয়ার পঞ্চায়েত সদস্য রূপা রায়ের বাড়ি থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। তাঁর স্বামী গ্রেপ্তার। আগেও মাদকের সঙ্গে বিজেপি নেতানেত্রীদের যোগাযোগের ঘটনা দেখা গিয়েছে।“ একইসঙ্গে তিনি হ্যাশট্যাগ দিয়ে বিজেপিকে #গাঁজাখোর বলেছেন।

শনিবার সকালে হাওড়া সিটি পুলিশের একটি দল তাঁদের বাড়িতে হানা দেয়। সেই সময় নিমাই ও তাঁর স্ত্রী রূপা দুজনে বাড়িতেই ছিলেন। বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে গাঁজা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। সাঁকরাইল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সৌমেন মুখোপাধ্যায় বলেন, ‘বিজেপির ছত্রছায়ায় থেকে নিমাই এই গাঁজার কারবার চালাচ্ছিল। আমরা এলাকায় এই ধরনের কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানান, ‘প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ধৃত নিমাই গাঁজা পাচার চক্রের এজেণ্ট হিসেবে কাজ করতো। উদ্ধার হওয়া গাঁজা পাচারের উদ্দেশ্যে বাড়িতে জড়ো করে রেখেছিল ধৃত নিমাই। দীর্ঘদিন ধরেই সে এই কাজ চালাচ্ছিল। তার সঙ্গে এই চক্রে আরও কয়েকজন জড়িত ছিল বলে মনে করা হচ্ছে। তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।’

আরও পড়ুন- তুঘলকি আচরণ! মেট্রোর কাজের জন্য দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে চায় কেন্দ্র, ক্ষু.ব্ধ ফিরহাদ

spot_img

Related articles

এসআইআরের নথি সংশোধন মামলায় বড় নির্দেশ আদালতের

বঙ্গে SIR আবহে ভোটার তালিকা সংশোধনে ব্যবহৃত নথি সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে (ECI) বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট...

ফের চারপেয়ের এন্ড্রোস্কোপি! পিকলের পেট থেকে স্কচবাইট বের করল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব

গোল্ডির পেট থেকে বেরিয়ে ছিল সেফটিপিন। এবার পিকল-এর পেট থেকে এন্ড্রোস্কোপি (Endoscopy) করে বের করা হল স্কচবাইট। পূর্ব...

চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা ৩ আরোহীর

নিয়ন্ত্রণে হারিয়ে কন্টেনারে ধাক্কা! বুধবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারে ধাক্কা মারে এক চারচাকা গাড়ি (Car Accident)। আর তারপরেই...

প্রায় ৫ হাজার শিল্পীকে নিয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা-লোকসংস্কৃতি উৎসব ২০২৫: ঘোষণা মন্ত্রী ইন্দ্রনীলের

প্রতিবারের মতো শীতের চাদর গায়ে জড়িয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা। সঙ্গে লোকসংস্কৃতি উৎসব ২০২৫। বুধবার হল 'কার্টেন...