Monday, November 10, 2025

নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস! নেপালে ম.র্মান্তিক পরিণতি দুই ভারতীয়-সহ ১২ যাত্রীর, কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

ভয়াবহ সড়ক দুর্ঘটনা (Road Accident) নেপালে (Nepal)! জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নীচে নদীতে (River) পড়ে যায় একটি যাত্রীবাহী বাস (Passenger Bus)। নেপালের মধ্য-পশ্চিমাঞ্চলের ডাং জেলার এই দুর্ঘটনায় দুই ভারতীয় (Indians)-সহ কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। যদিও নিহতদের মধ্যে আট জনের পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে গুরুতর আহত অবস্থায় বাসের বাকি ২২ জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে বাসটি বাঙ্কের নেপালগঞ্জ থেকে কাঠমাণ্ডু যাওয়ার পথে সেতুর রেলিংয়ে ধাক্কা মারে বাসটি। তারপরই ছিটকে গিয়ে রাপ্তি নদীতে পড়ে যায় যাত্রীবাহী বাসটি।

নেপাল পুলিশের তরফে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাই। পরে ঘটনাস্থলে যায় পুলিশ এবং উদ্ধারকারী দল। তবে ঠিক কী কারণে এদিন বাসটি দুর্ঘটনার কবলে পড়ল, তা জানার চেষ্টা করছে পুলিশ। নিহত দুই ভারতীয় যাত্রীর নাম যোগেন্দ্র রাম (৬৭) এবং মুনে (৩১)। প্রথম জন বিহারের বাসিন্দা, দ্বিতীয় জন উত্তরপ্রদেশের। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য নিহতদের দেহ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ আরও জানিয়েছে, বাসটি নমস্তে ট্রান্সপোর্ট দ্বারা পরিচালিত। বাস চালক লাল বাহাদুর নেপালিকে আটক করে ঘটনার বিষয়ে পুনঙ্খানুপুনঙ্খ জানতে চাইছে নেপাল পুলিশ। তবে এদিনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 


Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version