ChatGPT থেকে সমকামী বিবাহ, বছর শুরুতেও নজরকাড়া সেই অল্টম্যান

সমুদ্রের ধারের স্নিগ্ধ পরিবেশে সমকামী বিয়ে করে নিজের অভিনবত্ব আরও একবার দেখালেন স্যাম অল্টম্যান

কখনও আপনার ভাবনার সঙ্গে তাল মিলিয়ে এমন কিছু তৈরি করে দিচ্ছেন যা আপনার পরিশ্রম শূন্য করে দিচ্ছে। কখনও ছাঁটাই হয়ে যাওয়া সংস্থাই তাঁকে ডেকে আনছে আবার কাজে যোগ দেওয়ার জন্য। কখনও সেই সংস্থার বোর্ড মেম্বার প্রায় সবাইকেই তিনি ছাঁটাই করে দেন। আর সবশেষে সমুদ্রের ধারের স্নিগ্ধ পরিবেশে সমকামী বিয়ে করে নিজের অভিনবত্ব আরও একবার দেখালেন স্যাম অল্টম্যান। ChatGPT-র স্রষ্টা স্যাম বিয়ে করলেন নিজের দীর্ঘদিনের সঙ্গী অলিভার মুলেরিনকে।

২০২৩ সাল দেখেছে স্যামুয়েল হ্যারিস অল্টম্যানের স্যাম অল্টম্যান হয়ে ওঠা। ২০০৫ সাল থেকে যে উদ্ভাবনী ভাবনার রূপরেখা তিনি তৈরি করেছিলেন ChatGPT তাকে পূর্ণতা দিয়েছে। OpenAI-এর সিইও (CEO) পদে আসার পরও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু পাঁচদিনের মধ্যেই তাঁকে ফিরিয়ে নিতে হয়। পরে সেই সংস্থারই বোর্ড মেম্বারদের সরিয়ে দেন তিনি। ২০২৩-এর নভেম্বরে আর্টিফিশায়াল ইন্টেলিজেন্সের (AI) জগতে ধুম মাচানোর পর নতুন বছরের শুরুতেই আবার আলোচনায় স্যাম।

বৃহস্পতিবার হাওয়াই দ্বীপে একান্ত কাছের মানুষদের নিয়ে বিয়ে সারলেন OpenAI-এর সিইও। দীর্ঘদিনের সঙ্গী অলিভার মুলেরিনের সঙ্গে হল আংটি বদল। সমুদ্রের পাড়ে সুসজ্জিত রিসর্টে নিলেন একসঙ্গে থাকার শপথ। এর আগেই বিবাহিত জীবনে প্রবেশ করে সন্তান গ্রহণের কথা সংবাদ সংস্থার কাছে প্রকাশ করেছিলেন স্যাম। এবার সেই স্বপ্ন পূরণের দিকেই এগোলেন স্যাম অল্টম্যান।