Thursday, August 28, 2025

ডার্বির আগে দূরন্ত জয় লাল-হলুদের, শ্রীনিধি ডেকানকে হারালো ২-১ গোলে

Date:

ডার্বির আগে দূরন্ত জয় পেলো ইস্টবেঙ্গল এফসি। এদিন সুপার কাপে শ্রীনিধি ডেকানকে হারালো ২-১ গোলে। লাল-হলুদের হওয়ে গোল দুটি করেন হিজাজি মাহের এবং সিভেরিও। এই জয়ের ফলে ডার্বির আগে অক্সিজেন পেল কার্লোস কুয়াদ্রাতের দল।

ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় ইস্টবেঙ্গল। যার ফলে ম্যাচের ১২ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে যায় কুয়াদ্রাতের দল। লাল-হলুদকে ১-০ গোলে এগিয়ে দেন হিজাজি মাহের। দুরন্ত গোল করেন হিজাজি। তবে এই গোলের কৃতিত্ব যাবে নিশুর কাছেও। কারণ নিশু ফ্রিকিক থেকে মাপা শটে বল বাড়িয়েছিলেন হিজাজিকে। হিজাজি হেডে বলটি গোলে ঢোকান। এরপর ১৮ মিনিটে ফের সু্যোগ চলে আসে লাল-হলুদের হওয়ে। নন্দকুমারকে লক্ষ্য করে একটি শট খেলেন পার্দো। নন্দ বলটি আবার বোরহার দিকে ঢেলে দেন। বোরহার জন্য গোলের ভালো সুযোগ ছিল। কিন্তু তাঁর শট উপর দিয়ে বেরিয়ে যায়। তবে এরই দ্বিতীয় গোল পেয়ে যায় লাল-হলুদ। ম্যাচের ৩১ মিনিটে ২-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের হওয়ে দুরন্ত গোল করেন সিভেরিও। হিজাজি লম্বা বল বাড়ান ক্লেটনকে লক্ষ্য করে। কিন্তু ক্লেটন বল নিয়ে এগোনোর আগেই পড়ে য়ান। তবে সিভেরিও সেই বল ধরে গোলমুখী শট নেন। বাঁ-পায়ে নেওয়া তাঁর ভলিটি ডেকানের প্লেয়ারের গায়ে লেগে জালে গিয়ে জড়ায়। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে গেলেও প্রথমার্ধের মতো আক্রমণাত্মকই লাগছিলো না লাল-হলুদকে।দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরির্তন করেন কুয়াদ্রাত। সিভেরিওকে তুলে শৌভিক চক্রবর্তীকে নামান তিনি। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। তবে এরই মধ্যে গোল পেয়ে যায় শ্রীনিধি ডেকান। নির্ধারিত সময় শেষ হওয়ার একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি পায় শ্রীনিধি। বক্সের ভিতর বিয়াকতেয়াকে অকারণে ফাউল করে বসেন অজয় ছেত্রী। পেনাল্টি পেয়ে যায় শ্রীনিধি । সেই পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি উইলিয়াম।

আরও পড়ুন- অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হেরে কী বললেন সুনীল ছেত্রী?

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version