Friday, November 7, 2025

বড়সড় আর্থিক দু.র্নীতি! লোকসভা ভোটের আগে মহা ফ্যাসাদে বিজয়ন কন্যা

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে বড় বিপাকে পড়লেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। এবার তাঁর মেয়ে টি বীণার (T Veena) বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল মোদি সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রক। বীণার বিরুদ্ধে অভিযোগ, তাঁর মালিকানাধীন সংস্থা এক্সালজিক একটি সংস্থার সঙ্গে বেআইনি লেনদেন করেছে। আর সেকারণেই শুক্রবার রাতে ঘটনার তদন্তের নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রকের। চার মাসের মধ্যে তদন্ত রিপোর্ট (Report) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজয়ন কন্যার বিরুদ্ধে অভিযোগ, তাঁর সংস্থা কোনওরকম পরিষেবা না দিয়েই সিএমআরএল (CMRL)-এর থেকে মাসিক পেমেন্ট হিসাবে ১.৭২ কোটি টাকা আত্মসাৎ করেছে।

এমন ঘটনার পর বীণার সংস্থার বিরুদ্ধে রেজিস্ট্রার অফ কোম্পানিজে জমা পড়ে অভিযোগ। তারপর বেঙ্গালুরুতে রেজিস্ট্রার অফ কোম্পানিজ এই নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করতেই এক্সালজিকের বিরুদ্ধে আর্থিক তছরুপের বিষয়টি সামনে আসে। এরপরই এক্সালজিকের বিরুদ্ধে বিশদ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রের আয়কর বোর্ড। তবে শুধুমাত্র বীণার সংস্থাই নয়, কেরালা স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (KSIDC) ও সিএমআরএল (CMRL)-এর বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সিএমআরএল ও কেএসআইডিসি, উভয়কেই তাদের বক্তব্য জানানোর জন্য আগে নোটিশ দেওয়া হয়েছিল। সিএমআরএল মাসিক টাকা দেওয়া সংক্রান্ত বিষয়টি নিয়ে যে উত্তর দিয়েছে, তা অস্পষ্ট বলে খবর। অন্যদিকে, কেএসআইডিসি কোনও উত্তরই দেয়নি বলে অভিযোগ। এরপরই এক্সালজিক, সিএমআরএল ও কেএসআইডিসি সংস্থাগুলির লেনদেন নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে। তবে বিষয়টি সামনে আসতেই সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, বিজয়ন সরকারই বীণাকে বেআইনিভাবে উপকার ও বেআইনিভাবে অর্থ পাইয়ে দিয়েছে। যা ঘটেছে তা দিনের আলোর মতো পরিষ্কার। তদন্ত হলে শীঘ্রই আসল সত্য সামনে আসবে।


Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version